www.agribarta.com:: কৃষকের চোখে বাংলাদেশ

"এগ্রিকালচারাল অলিম্পিয়াড ২০২০" ফল প্রকাশ


 এগ্রিবার্তা ডেস্কঃ    ১৪ জুলাই ২০২০, মঙ্গলবার, ৯:৩৯   কৃষি প্রতিষ্ঠান বিভাগ


সারাদেশে প্রথমবারের মত আয়োজিত "এগ্রিকালচারাল অলিম্পিয়াড ২০২০”-র ১ম রাউন্ডের ফল রবিবার (১২ জুলাই) প্রকাশিত হয়েছে । “বাংলাদেশ এনিম্যাল হাসবেন্ড্রি সোসাইটি” এর পৃষ্ঠপোষকতা ও “পাইওনিয়ার হাব” এর উদ্যোগে আয়োজিত হয় অলিম্পিয়াডটি। ১ম রাউন্ডের ফলাফল প্রকাশ করা হয়েছে পাইওনিয়ার হাব এর নিজস্ব ফেসবুক পেইজ এবং গ্রুপের মাধ্যমে। এই ইভেন্টটিতে রেজিস্ট্রেশন করেছে সারা বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ৯৪৬ জন শিক্ষার্থী।

১ ও ২ জুলাই এ অনুষ্ঠিত প্রথম রাউন্ডে অংশগ্রহণ করে ৮১০ জন শিক্ষার্থী এবং মোট অংশগ্রহণকারীর মধ্যে ৬০ ভাগ প্রতিযোগীকে দ্বিতীয় রাউন্ডের জন্য মনোনীত করা হয়। আয়োজক কমিটি থেকে জানা গেছে যে ,জুলাই মাসের শেষ সপ্তাহেই দ্বিতীয় রাউন্ড অনুষ্ঠিত হবে। ইভেন্ট সম্পর্কে তারা জানান যে, ব্যাপক সাড়া পাওয়া গেছে এবং মানুষ যে এত সাড়া দিবে তা তারা কল্পনা করেনি।

“কৃষিতেই স্বস্তি,কৃষিতেই মুক্তি”এই মূলনীতি দেশের সকলের মাঝে ছড়িয়ে দেওয়া এবং কৃষি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের মধ্যে বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যেই অলিম্পিয়াডের আয়োজন।
  এ বিভাগের অন্যান্য