এসোসিয়েশন অব এ্যাপ্লাইড প্লান্ট টিস্যু কালচার ইন বাংলাদেশ এর সভাপতি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রফেসর ও স্বনামধন্য উদ্যানতত্ত্ববিদ ড. মো: আবদুস সিদ্দিক সোমবার সকাল ১০.৩০ মিনিটে গ্রীণ লাইফ হাসপাতাল, ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে গেছেন। তিনি ছিলেন বাংলাদেশের দক্ষ উদ্যানতত্ত্ববিদ, অমায়িক ব্যবহারের নিভৃতচারী দেশপ্রেমিক একজন কৃষিবিদ। তার মৃত্যুতে বিভিন্ন সংগঠন গভীর শোক প্রকাশ করেছে।
তার মৃত্যুতে মৃত্যুতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. লুৎফুল হাসান গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন মরহুম প্রফেসর ড. মোঃ আব্দুস সিদ্দিক একজন নিবেদিত প্রাণ শিক্ষক ও ভালো মানুষ ছিলেন,মহান আল্লাহ্ তাঁকে জান্নাতবাসী করুন। শিক্ষার্থী বান্ধব প্রফেসর ড. মোঃ আব্দুস সিদ্দিক বাংলাদেশ উদ্যানতত্ত্ব সমিতির প্রতিষ্ঠাতা সদস্য এবং দীর্ঘ কর্ম জীবনে তিনি বাংলাদেশের উদ্যান উন্নয়নে নিরলসভাবে কাজ করে গেছেন। আমি তাঁর বিদেহী আত্নার শান্তি কামনা করছি।