www.agribarta.com:: কৃষকের চোখে বাংলাদেশ
শিরোনাম:

বশেমুরকৃবিতে ৩ দিন ব্যাপী APA প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত


 এম এ আল মামুন, বশেমুরকৃবি প্রতিনিধিঃ    ২ অক্টোবর ২০২০, শুক্রবার, ১১:৪৮   ক্যাম্পাস বিভাগ


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নের অংশ হিসেবে সম্প্রতি এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে অনুষ্ঠিত এ কর্মশালার বিষয়বস্তু ছিল APA Training and Internal Contact Signing 2020-21।

প্রধান অতিথি হিসেবে উক্ত প্রশিক্ষণ কর্মশালার উদবোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ গিয়াসউদ্দিন মিয়া। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক তোফায়েল আহমেদ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সচিব ড. ফেরদৌস জামান এবং রিসোর্স পার্সন হিসেবে সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ড. জালাল উদ্দিন আহমেদ। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানোর উপর জোর দয়ো হয়। পাশাপাশি ফলাফলধর্মী কর্মকান্ডে উৎসাহ দেওয়া ও কর্মকৃতি মূল্যায়নের জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাথে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির অন্তর্ভূক্ত কার্যক্রমসমূহ বাস্তবায়নের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের দপ্তর/শাখাসমূহকে দায়িত্ব প্রদান করা হয়।

কর্মশালায় প্রথম দিনে বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদীয় ডীন, বিভাগীয় প্রধানগণ, পরিচালকবৃন্দ, প্রক্টর ও প্রভোস্টবৃন্দ, দ্বিতীয় দিনে উপ-পরিচালক, সহকারী পরিচালক ও সমমানের কর্মকর্তাবৃন্দ এবং শেষ দিনে সেকশন অফিসার, প্রশাসনিক কর্মকর্তা ও সমমানের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।
  এ বিভাগের অন্যান্য