www.agribarta.com:: কৃষকের চোখে বাংলাদেশ
শিরোনাম:

বশেমুরকৃবিতে লাউয়ের নতুন জাত অবমুক্ত


 বশেমুরকৃবি প্রতিনিধিঃ    ১৩ অক্টোবর ২০২০, মঙ্গলবার, ১০:৪০   কৃষি গবেষণা বিভাগ


সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরকৃবি) লাউয়ের নতুন একটি জাত অবমুক্ত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক এবং বিশ্ববিদ্যালয়ের গবেষণা পরিচালক ড. এ কে এম আমিনুল ইসলাম বিইউ ২ নামে লাউয়ের নতুন জাতটি উদ্ভাবন করেন।

জাতটির অনন্য বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে ফলনের তুলনায় অঙ্গজ বৃদ্ধি কম হওয়া এবং পুরুষ ও স্ত্রী ফুলের অনুপাত কম হওয়া। যার কারণে স্বল্প জায়গায় যেমন- ছাদ বাগানে আধুনিক কৃষির অংশ হিসেবে এটি সহজেই চাষ করা সম্ভব। লাউ দেখতে অনেকটা দেশি জাতের মতই হালকা সবুজ বর্ণের, অনেকটা গোলাকৃতির। গিঁটে গিঁটে ফল আসে। প্রতিটি ফল গড়ে দেড় থেকে দুই কেজি হয়ে থাকে।

জানা যায়, আগাম এ জাতটি উচ্চফলনশীল হওয়ার পাশাপাশি এতে উন্মুক্ত পরাগায়ন (open pollinated) ঘটে। ফলে কৃষক এ জাতের লাউ চাষ করে অনেক বেশি লাভবান হবে। দেশে সবজির চাহিদা মেটাতে বিইউ ২ লাউ গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
  এ বিভাগের অন্যান্য