www.agribarta.com:: কৃষকের চোখে বাংলাদেশ

করোনায় বাকৃবি শিক্ষার্থীর মৃত্যু


 এস এ    ১৯ নভেম্বর ২০২০, বৃহস্পতিবার, ১১:২৮   ক্যাম্পাস বিভাগ


করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক নূরে আলম তপন (২৮) মারা গেছেন। ময়মনসিংহ থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বৃহস্পতিবার (১৯ নভেম্বরে) সকাল সাড়ে ৮ টার দিকে তিনি মারা যান।

জানা যায়, গত ৫ নভেম্বর তপনের করোনা পজিটিভ আসে। শারীরিক অবস্থার অবনতি হলে ১৩ নভেম্বর তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আই.সি.ইউয়ে ভর্তি করানো হয়৷ তিনি করোনা ছাড়াও ফুসফুসে প্রদাহ ও নিউমোনিয়া জনিত রোগে আক্রান্ত ছিলেন বলে জানা গেছে। শারীরিক অবস্থার অবনতি বাড়লে আজ সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সকাল সাড়ে ৮ টার দিকে তিনি মারা যান।

তপন ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার দত্তপাড়া গ্রামের লিটনের ছেলে। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ২০১০-১১ শিক্ষাবর্ষে পশুপালন অনুষদে ভর্তি হন। এরপর তিনি ডেইরি সায়েন্স থেকে মাস্টার্স শেষ করেন। রাজনৈতিক ক্যারিয়ারে তিনি প্রথমে বঙ্গবন্ধু শেখ মুজিব হল সভাপতি এবং বর্তমানে বাকৃবি ছাত্রলীগের যু্গ্ম-সাধারণ সম্পাদক হিসেবে যুক্ত ছিলেন।
  এ বিভাগের অন্যান্য