www.agribarta.com:: কৃষকের চোখে বাংলাদেশ

গ্রামীনফোনের সিম পাচ্ছে বশেমুরকৃবির শিক্ষার্থীরা


 এস এ    ২০ জানুয়ারি ২০২১, বুধবার, ৮:২০   ক্যাম্পাস বিভাগ


অনলাইন শিক্ষাকে আরও কার্যকর ও সহজলভ্য করার লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি)’র সাথে এক সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে গ্রামীনফোন।

চুক্তির আলোকে সাশ্রয়ী মূল্যে ইন্টারনেট সুবিধা প্রদান করবে প্রতিষ্ঠানটি।

জানা যায়, ভ্যাটসহ প্রতি ১০ জিবি ৯০/- এবং ৩০ জিবি ২১০/- হারে মাসব্যাপী মেয়াদে ইন্টারনেট সুবিধা পাবে শিক্ষার্থীরা। এ উপলক্ষ্যে শিক্ষার্থীদেরকে সিম বিতরণ করবে গ্রামীনফোন। তবে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের এম.এস ও পিএইচডি প্রোগ্রামের শিক্ষার্থীরাই এ সুযোগ গ্রহন করতে পারবে।

সিম নিতে আগ্রহী শিক্ষার্থীদের নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা এবং মোবাইল নম্বর আগামী ২১/০১/২১ তারিখ সকাল ১০.০০ টার মধ্যে ডিন, গ্রাজুয়েট অফিসে বা dean.graduatestudies@bsmrau.edu.bd ঠিকানায় পাঠাতে বলা হয়েছে।
  এ বিভাগের অন্যান্য