ঢাকা, ২১ মার্চ ২০২৫, শুক্রবার

অবহেলা ও অসচেতনতায় মগড়া নদী যেন ময়লার ভাগার



পরিবেশ

এগ্রিবার্তা ডেস্ক

(২ মাস আগে) ২৫ ডিসেম্বর ২০২৪, বুধবার, ১১:৫৩ পূর্বাহ্ন

agribarta

দখল ও দূষণের কারণে এক সময়ের খরস্রোতা মগড়া নদী এখন নালায় পরিণত হয়েছে। সাধারণ মানুষের অবহেলা ও অসচেতনার কারণে নদীটি বর্তমানে একটি ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। ময়লা-আবর্জনার স্তুপ জমে মগড়ার বর্তমান অবস্থা মরণদশায় পৌঁছেছে।

নদীর নাব্যতা সংকট এবং দূষণের ফলে জলজ জীববৈচিত্র্যও হুমকির মুখে পড়েছে। মাছের প্রজননের ক্ষেত্রে সংকট তৈরি হয়েছে, যা স্থানীয় বাসিন্দাদের জন্য উদ্বেগজনক। নেত্রকোণার অন্যতম একটি নদী হিসেবে মগড়া এক সময় শহরকে ঘিরে চলাচলকারী পালতোলা নৌকা ও লঞ্চের জন্য পরিচিত ছিল। তবে কালের আবর্তে এবং খননের অভাবে নদীটি এখন সংকটের চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, মগড়া নদীটির দৈর্ঘ্য ১১২ কিলোমিটার, এর মধ্যে প্রায় ৫ কিলোমিটার নেত্রকোনা শহরের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। কিন্তু শহরের অংশে গৃহস্থলীর ময়লা ও বিভিন্ন ধরনের বর্জ্য প্রতিদিন নদীতে ফেলা হচ্ছে, যা নদীকে আরও দূষিত করছে।

স্থানীয় বাসিন্দারা জানান, নদীর পাশে বসবাস করায় তারা ময়লার দুর্গন্ধে ভুগছেন। রোকেয়া আক্তার নামের এক বাসিন্দা বলেন, "ময়লার কারণে রোগ জীবাণু ছড়াচ্ছে এবং মাছির উপদ্রবে আমাদের পরিবার অসুস্থ হয়ে পড়ছে।" অন্যদিকে, মনিরা আক্তার জানান, “নদীতে ময়লা ফেলার কারণে আমরা গোসল করতে পারি না এবং রান্নার জন্যও পানি ব্যবহার করতে পারি না।”

স্থানীয় কৃষকরা জানান, নদীর পানি ব্যবহার করা যাচ্ছে না এবং তাদের উৎপাদন ব্যাহত হচ্ছে। তারা সরকারের কাছে দাবি জানিয়েছেন যে, নদীটি খনন করে পুনরুদ্ধার করা হোক।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সারওয়ার জাহান বলেন, "আমরা চেষ্টা করছি নদীটির স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার জন্য একটি খনন প্রকল্প বাস্তবায়ন করতে।" তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, খুব শিগগিরই এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে, পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে যে, তারা বর্জ্য ব্যবস্থাপনার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছেন, কিন্তু এখনও সন্তোষজনক ফলাফল পাওয়া যায়নি। পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফারুক ওয়াহিদ বলেন, "আমরা সচেতনতার জন্য সাইনবোর্ড ও ব্যানার ব্যবহার করেছি, কিন্তু তাতে কার্যকর ফল আসেনি।"