ঢাকা, ২১ মার্চ ২০২৫, শুক্রবার

সেন্ট মার্টিন থেকে ৩০ মণ প্লাস্টিকবর্জ্য অপসারণ



পরিবেশ

এগ্রিবার্তা ডেস্ক

(২ মাস আগে) ২৫ ডিসেম্বর ২০২৪, বুধবার, ১১:৫৭ পূর্বাহ্ন

agribarta

সেন্ট মার্টিনের সমুদ্র সৈকতে সম্প্রতি একটি দুই দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে, যার মাধ্যমে ৩০ মণ প্লাস্টিক বর্জ্য অপসারণ করা হয়েছে। এই অভিযানে কেওক্রাডং বাংলাদেশ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ কোস্ট গার্ড, স্থানীয় লোকজন এবং সারা দেশের বিভিন্ন পেশাজীবী ও সেন্ট মার্টিনের স্কুল-মাদরাসার শিক্ষার্থীদের সাথে যুক্ত হয়ে কাজ করেছে।

২১ ডিসেম্বর শনিবার সকাল পর্যন্ত চলা এই অভিযানে সেন্ট মার্টিনের অলিগলি ও সমুদ্র সৈকতের বিভিন্ন স্থান থেকে প্লাস্টিক বোতল, প্যাকেটসহ নানা ধরনের অপচনশীল আবর্জনা সংগ্রহ করা হয়। ইউনিলিভার বাংলাদেশের সহযোগিতায় কেওক্রাডং বাংলাদেশ এই উদ্যোগের নেতৃত্ব দেয়। এটি সংগঠনটির ১৩তম পরিচ্ছন্নতা অভিযান।

সেন্ট মার্টিনের সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমান বলেন, “এভাবে সবাই দায়িত্ব পালন করলে শুধু সেন্ট মার্টিন নয়, বরং একটি বর্জ্যমুক্ত পৃথিবী গড়ে তোলা সম্ভব।” সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমানও এই উদ্যোগকে প্রশংসনীয় উল্লেখ করে বলেন, “এটি দ্বীপের জন্য খুব উপকারী কাজ।”

কেওক্রাডং বাংলাদেশের সমন্বয়কারী মুনতাসির মামুন বলেন, “বাংলাদেশে ফেলে দেওয়া প্লাস্টিকের অন্তিম গন্তব্য সাধারণত জলাধারে হয়ে থাকে। সেন্ট মার্টিনের মতো ছোট দ্বীপে পড়ে থাকা প্লাস্টিক যদি মূল ভূখণ্ডে নিয়ে আসা না হয়, তবে এর পরিণাম শুধুমাত্র এই দ্বীপের মধ্যে সীমাবদ্ধ থাকবে না।”

তিনি আরও জানান, “সেন্ট মার্টিন দ্বীপ বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ নিদর্শন। এর সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি এর সংরক্ষণ ও সুরক্ষা নিশ্চিত করাও আমাদের দায়িত্ব।”

এভাবে পরিচ্ছন্নতা অভিযান চালানোর মাধ্যমে কেওক্রাডং বাংলাদেশ প্রতিবছরই এলাকার পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং তাদের কার্যক্রমে অংশগ্রহণকারীর সংখ্যা দিন দিন বাড়ছে।