
১লা জানুয়ারি দিবাগত রাত আড়াইটার পর মিরপুর ও ধানমন্ডিতে আগুন লাগার দুটি ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রাফি আল ফারুক এ তথ্য জানান।
তিনি জানান, রাত ১২টা ৩৭ মিনিটে মিরপুর ১১ নম্বর এলাকায় একটি ডাস্টবিনে আগুন লাগার খবর আসে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে ধোঁয়া দেখতে পায় এবং পানি ঢেলে আগুন সম্পূর্ণ নিভিয়ে ফেলে। স্থানীয়দের মতে, জ্বলন্ত ফানুস থেকে এই আগুনের সূত্রপাত হয়।
অন্যদিকে, রাত ১২টা ৫৩ মিনিটে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের কাছে স্বপ্ন সুপার শপের পরিত্যক্ত মালামালে জ্বলন্ত ফানুস পড়ে আগুন লেগে যায়। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই স্থানীয়রা সেই আগুন নিভিয়ে ফেলেন।
নতুন বছর উদ্যাপনের জন্য রাজধানীর বিভিন্ন এলাকায় থার্টি ফার্স্ট নাইট পালন করেন অনেকে। আইনশৃঙ্খলা বাহিনীর বিধিনিষেধ সত্ত্বেও কোথাও কোথাও আতশবাজি ও পটকা ফাটানোর ঘটনা দেখা গেছে।