.jpg)
সেন্ট মার্টিন দ্বীপের গলাচিপা এলাকায় মঙ্গলবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি ইকো রিসোর্ট পুড়ে গেছে। সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, রাত ২টা ১০ মিনিটের দিকে পশ্চিম সৈকতের এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
বিচ ভ্যালি এবং কিংশুক ইকো রিসোর্ট সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, আর শায়রী ইকো রিসোর্ট আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় বাসিন্দা আব্দুল মালেক জানান, শায়রী রিসোর্টের অভ্যর্থনা কক্ষের মাল্টিপ্লাগ থেকে শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে, যা বাতাসের কারণে দ্রুত ছড়িয়ে পড়ে।
বেশ কয়েকজন স্থানীয়, পর্যটক এবং যৌথবাহিনীর প্রচেষ্টায় রাত সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে দ্বীপে ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়েছে।
কিংশুক ইকো রিসোর্টের মালিক সরওয়ার বলেন, “আমার স্বপ্নের প্রতিষ্ঠান আগুনে পুড়ে ধ্বংস হয়ে গেছে, যা আমার পরিবারের জন্য একটি বড় আঘাত।”