ঢাকা, ১৭ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার

কৃষি মেলায় আ.লীগের বাণী প্রচার, তীব্র ক্ষোভের মুখে প্রত্যাহার



কৃষি

এগ্রিবার্তা ডেস্ক

(৪ সপ্তাহ আগে) ১৮ জানুয়ারি ২০২৫, শনিবার, ১০:৪১ পূর্বাহ্ন

agribarta

নাটোরের বড়াইগ্রামে তিন দিনব্যাপী কৃষি মেলায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের প্রচার ও সাবেক কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদের বাণী সম্বলিত কৃষিকথা প্রচারের ঘটনা ঘটেছে। বিষয়টি প্রকাশ পেলে এ নিয়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়। এতে স্থানীয় বিএনপি নেতাকর্মীসহ সুধী সমাজের প্রতিনিধিরা ক্ষোভ প্রকাশ করলে বাণীটি প্রত্যাহার করা হয়।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) মেলার শেষ দিনে পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদের বাণী লেখা কৃষিকথা নামক কৃষিবিষয়ক মাসিক ম্যাগাজিন বিতরণ করা হয়। সেখানে সাবেক সরকারের কৃষি উন্নয়নের চিত্র বিভিন্ন পৃষ্ঠায় তুলে ধরা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়ন ভাবনা ও কর্মকাণ্ডের চিত্র তুলে ধরা হয়েছে।

বড়াইগ্রাম উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আসাদ বলেন, কৃষি মেলায় সাবেক ফ্যাসিবাদ সরকারের কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদের লেখা এক পৃষ্ঠার বাণী সম্বলিত কৃষিকথা ম্যাগাজিন হাতে পেয়ে অনেকেই ফোন করে আমাকে জানালে মেলাতে উপস্থিত হই। মেলায় আসা লোকজন ক্ষোভে ফেটে পড়েন। পরে জনক্ষোভের মুখে কৃষি অফিসের লোকজন দ্রুত কৃষিকথা নামক ম্যাগাজিনগুলো মেলা থেকে প্রত্যাহার করে নেন।

এ বিষয়ে জানতে চাইলে বড়াইগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মারফুদুল হক বলেন, সম্প্রতি ঢাকা থেকে নতুন-পুরাতন বইগুলো পাঠানো হয়েছে। একটি বান্ডিলে ফল মেলার জন্য তৈরি কৃষিকথা বইটি ছিল। বইটির ভেতরের একটি পৃষ্ঠায় সাবেক কৃষি মন্ত্রীর বাণী ছিল। কৃষি অফিসের কর্মচারীরা এগুলো না পড়ে, না দেখে মেলায় বিতরণ করে ফেলে। বিষয়টি যখনই আমাদের নজরে আসে তখনই বইগুলো সরিয়ে নেওয়া হয়েছে। এটা অনিচ্ছাকৃতভাবে হয়েছে।