ঢাকা, ২১ মার্চ ২০২৫, শুক্রবার

তাইওয়ানের কৃষি রক্ষায় সবুজ ইগুয়ানা নিয়ন্ত্রণের উদ্যোগ



প্রাণীসম্পদ

এগ্রিবার্তা ডেস্ক

(১ মাস আগে) ২৫ জানুয়ারি ২০২৫, শনিবার, ১০:০৯ পূর্বাহ্ন

agribarta

তাইওয়ান সরকারের উদ্যোগে কৃষি খাতের ক্ষতি রোধ করতে ১ লাখ ২০ হাজার সবুজ ইগুয়ানা নিয়ন্ত্রণের পরিকল্পনা করা হয়েছে। যদিও পরিবেশবিদ এবং প্রাণী অধিকার রক্ষাকারীরা প্রাণীগুলোর সংখ্যা নিয়ন্ত্রণে আরও মানবিক পদ্ধতির আহ্বান জানিয়েছেন।

বন ও প্রাকৃতিক সংরক্ষণ বিভাগের কর্মকর্তা চিউ কু-হাও জানিয়েছেন, প্রায় ২ লাখ সবুজ ইগুয়ানা বর্তমানে দক্ষিণ এবং কেন্দ্রীয় তাইওয়ানের কৃষিভিত্তিক অঞ্চলে বাস করছে।

গত বছর, বিশেষভাবে নিয়োগপ্রাপ্ত শিকারি দল প্রায় ৭০ হাজার ইগুয়ানা ধ্বংস করেছে। এতে প্রতি ইগুয়ানার জন্য ১৫ ডলার পর্যন্ত পুরস্কার প্রদান করা হয়েছিল। এ বছর সরকার জনগণকে ইগুয়ানার বাসা চিহ্নিত করার আহ্বান জানিয়েছে এবং শিকারিদের জন্য মাছ ধরার তীরকে তুলনামূলক মানবিক পদ্ধতি হিসেবে সুপারিশ করেছে।

পিংতুং জেলার কৃষি বিভাগের কর্মকর্তা লি চি-য়া বলেন, “বেশিরভাগ মানুষ এসব ইগুয়ানাকে ছোট পোষা প্রাণী হিসেবে কিনেছিল। কিন্তু পরে তারা বুঝতে পারেনি যে এরা কতটা বড় এবং দীর্ঘায়ু হতে পারে। ফলে তারা ইগুয়ানাগুলোকে বনে ছেড়ে দেয়। এতে করে এরা দ্রুত বংশবিস্তার করতে সক্ষম হয়েছে।”

তিনি আরও জানান, এই দ্রুত বংশবৃদ্ধি কৃষি খাতে চরম প্রভাব ফেলেছে। তাই ইগুয়ানার সংখ্যা নিয়ন্ত্রণ করে প্রাকৃতিক ভারসাম্য রক্ষার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

সবুজ ইগুয়ানার জন্য তাইওয়ানে কোনো প্রাকৃতিক শিকারি নেই। এরা বন এবং শহরের প্রান্তিক এলাকাগুলোতে বসবাস শুরু করেছে। পুরুষ ইগুয়ানা সাধারণত ২ ফুট পর্যন্ত লম্বা হয় এবং প্রায় ৫ কেজি ওজনের হয়ে থাকে। তাদের জীবনকাল ২০ বছর পর্যন্ত হতে পারে। নারী ইগুয়ানা একবারে ৮০টি ডিম পাড়তে সক্ষম।

তাইওয়ান রেপটাইল কনসার্ভেশন অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল হু শুয়ে-চিয়েহ বলেন, "আমরা কৃষকদের নিরাপত্তা ও ফসল রক্ষার পাশাপাশি মানবিক আচরণের পদ্ধতি শেখাতে কাজ করছি।"

পিংতুংয়ের এক কৃষক সাই পো-ওয়েন বলেন, "প্রশিক্ষণের মাধ্যমে আমরা শিখেছি কীভাবে কার্যকর এবং নিরাপদ পদ্ধতিতে ইগুয়ানা নিয়ন্ত্রণ করা যায়। আগে আমরা এগুলো আক্রমণ করতাম, কিন্তু এতে কোনো লাভ হতো না। এখন আমরা আরও দক্ষ হয়েছি।”