ঢাকা, ১২ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার

ব্রাহ্মণবাড়িয়ায় ল্যাপটপ পেলেন ৮০ নারী উদ্যোক্তা



উদ্যোক্তা

এগ্রিবার্তা ডেস্ক

(৮ মাস আগে) ৬ এপ্রিল ২০২৪, শনিবার, ১০:০৫ পূর্বাহ্ন

agribarta

ব্রাহ্মণবাড়িয়ায় উপজেলা পরিষদ মিলনায়তনে ৮০ জন নারী উদ্যোক্তার হাতে একটি করে ল্যাপটপ তুলে দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

জেলা প্রশাসন এবং ব্রাহ্মণবাড়িয়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের ‘হার পাওয়ার’ প্রকল্পের আওতায় শুক্রবার এসব ল্যাপটপ বিতরণ করা হয়। ল্যপ বিতরণে সহযোগী হিসেবে ছিলো উই ট্রাস্ট।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।

এতে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন, কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান রাশেদুল কায়সার ভুইয়া জীবন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার মুক্তার প্রমুখ।