ঢাকা, ২১ মার্চ ২০২৫, শুক্রবার

রংপুর প্রাইভেট ভেটেরিনারি ডক্টরস এসোসিয়েশনের বনভোজন



প্রাণীসম্পদ

এগ্রিবার্তা ডেস্ক

(১ মাস আগে) ১১ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার, ৮:৪৭ পূর্বাহ্ন

agribarta

গত ৭ ফেব্রুয়ারি রংপুর প্রাইভেট ভেটেরিনারি ডাক্টরস অ্যাসোসিয়েশনের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে দিনাজপুরের নবাবগঞ্জে অবস্থিত "স্বপ্নপুরি"তে। এ আয়োজনে সদস্যদের পরিবার এবং স্পন্সর মিলিয়ে প্রায় ১০০ জন অংশগ্রহণ করেন।

সকালেই রওনা হয়ে দলটি ১১টার দিকে স্বপ্নপুরি পৌঁছায়। সকালের নাস্তা সেরে সবাই পরিবারসহ বিভিন্ন রাইডে চড়ে এবং স্বপ্নপুরির সৌন্দর্য উপভোগ করে। এদিকে, রান্নার প্রস্তুতি চলতে থাকে। দুপুরের খাবার প্রস্তুত হলে সবাই একসঙ্গে খাওয়া-দাওয়া সেরে নেন।

এই পিকনিক আয়োজনের আহ্বায়ক ছিলেন ডা. মাহমুদ এবং সদস্যসচিব ছিলেন ডা. বাপ্পী। কমিটির অন্যান্য সদস্যরা হলেন—ডা. শ্যামল সরকার, ডা. শাহ আজম, ডা. মিলকান, ডা. রাফসান জনি, ডা. রাহী, ডা. জিম এবং ডা. মিরাজ। সবাই মিলে সমন্বিতভাবে অনুষ্ঠানটি সফল করেন।

দুপুরের খাবারের পর স্পন্সরদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. মাহমুদ। শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সেক্রেটারি ডা. এ এফ এম শামীম। তিনি স্পন্সরদের স্বাগত জানান, আয়োজক কমিটির প্রশংসা করেন এবং সংগঠনের সেবামূলক কার্যক্রমের কথা তুলে ধরেন। তিনি ভবিষ্যতে এ ধারা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এরপর স্পন্সরদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। এসিআই এনিমেল হেলথ লি. (ক্রেস্ট গ্রহণ করেন সেলস ম্যানেজার কামরুল হুদা), এমএম এগ্রো লি. (ক্রেস্ট গ্রহণ করেন আরিফ)। রালস্ এগ্রো লি. (ক্রেস্ট গ্রহণ করেন ন্যাশনাল সেলস ম্যানেজার মোফাক্কারুল ইসলাম)। ইনসেপ্টা (রিজিওনাল ম্যানেজার আর. এম. রুমান কবির), অপসোনিন এগ্রোভেট (রিজিওনাল ম্যানেজার এমডি. ইব্রাহীম), ইমপাল্স এগ্রিসায়েন্স (মো. সাজ্জাদ) এবং এসএমজি (ম্যানেজার মি. ফারুক হোসেন)।

স্পন্সর প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধি শুভেচ্ছা বিনিময় করেন এবং ভবিষ্যতে আরও সহযোগিতার আশ্বাস দেন।

এরপর আয়োজিত হয় র‍্যাফেল ড্র। অংশগ্রহণকারী প্রতিটি পরিবার এবং শিশুদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়, যা পুরো আয়োজনে বাড়তি আনন্দ যোগ করে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে সংগঠনের সভাপতি ডা. ভূবনানন্দ রায় (সবুজ) আয়োজক কমিটি, স্পন্সর এবং উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। তিনি স্পন্সরদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে অনুষ্ঠান আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন। একই সঙ্গে, সদস্যদের পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করতে ছোটখাট আয়োজন নিয়মিত করার ওপর গুরুত্বারোপ করেন।

রংপুর প্রাইভেট ভেটেরিনারি ডক্টরস অ্যাসোসিয়েশনের এই বার্ষিক বনভোজন শুধু বিনোদন নয়, পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করার মাধ্যম হিসেবেও কাজ করেছে। ভবিষ্যতে আরও বড় আয়োজনের মাধ্যমে এই উদ্যোগকে এগিয়ে নেওয়া হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আয়োজকরা।

এই ধরনের আয়োজন পেশাদারদের মধ্যে বন্ধন দৃঢ় করার পাশাপাশি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করবে, যা দীর্ঘমেয়াদে সমাজের জন্যও ইতিবাচক প্রভাব ফেলবে।