ঢাকা, ২১ মার্চ ২০২৫, শুক্রবার

বাণিজ্যিকভাবে আঙুর চাষের নতুন দিগন্ত



উদ্যোক্তা

এগ্রিবার্তা ডেস্ক

(১ মাস আগে) ১২ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, ৯:৩০ পূর্বাহ্ন

agribarta

বাংলাদেশে বাণিজ্যিকভাবে আঙুর চাষ সম্ভব নয়—এই প্রচলিত ধারণাকে ভুল প্রমাণ করেছেন কক্সবাজারের মহেশখালীর মধুয়ার ডেইল গ্রামের ফজলুল করিম ফয়েজ। পেশায় একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হলেও, আঙুর চাষে নতুন সম্ভাবনা তৈরি করেছেন তিনি।

চার বছর আগে অনলাইনে আঙুর চাষ সম্পর্কে জানতে আগ্রহী হন ফয়েজ। এরপর কলকাতার এক কৃষকের সঙ্গে যোগাযোগ করে সেখান থেকে মাত্র ৩০টি চারা সংগ্রহ করেন। যদিও তিনটি চারা নষ্ট হয়ে যায়, বাকি ২৭টি চারা থেকে তিনি সফলভাবে ফল উৎপাদন ও নতুন চারা তৈরি করতে সক্ষম হন।

বাড়ির পাশের কয়েক শতক জমিতে এখন রয়েছে একটি ছোট আঙুর বাগান। চাষ শুরু করতে তিনি প্রায় ২ লাখ টাকা বিনিয়োগ করেছেন। তার পরিশ্রমের ফলস্বরূপ এ বছর তিনি ১২০ কেজি আঙুর বিক্রি করেছেন। তবে শুধু আঙুর বিক্রি করেই নয়, চারা বিক্রির মাধ্যমেও আয় করেছেন প্রায় ৫ লাখ টাকা।

ফজলুল করিম ফয়েজ বলেন, “শিক্ষকতার পাশাপাশি আমি আঙুর চাষে মনোনিবেশ করেছি। এটি শুধু একটি কৃষি উদ্যোগ নয়, বরং বাংলাদেশে বাণিজ্যিক আঙুর চাষের নতুন দুয়ার খুলতে পারে।”

তার সফলতার গল্প এখন অনেকের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছে। মহেশখালীর এই শিক্ষক দেখিয়ে দিয়েছেন, সঠিক পরিকল্পনা ও পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশেও বাণিজ্যিকভাবে আঙুর চাষ সম্ভব।

উদ্যোক্তা থেকে আরও পড়ুন

সর্বশেষ