.jpg)
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কপোতাক্ষ নদ থেকে ৬২ কেজি হরিণের মাংস জব্দ করেছে বনবিভাগ। অভিযান চালানোর সময় চোরাশিকারিরা নৌকা ফেলে পালিয়ে যায়। বনবিভাগ ও কোস্টগার্ডের যৌথ অভিযানে এই মাংসসহ হরিণ শিকারের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
শনিবার (২২ ফেব্রুয়ারি) ভোরে গোপন সূত্রে জানা যায়, চোরাশিকারিরা সুন্দরবন থেকে হরিণ শিকার করে মাংস নিয়ে লোকালয়ে আসছে। এ তথ্যের ভিত্তিতে বনবিভাগ ও কোস্টগার্ড যৌথ অভিযান চালিয়ে সুন্দরবন সংলগ্ন কপোতাক্ষ নদে একটি নৌকা আটক করে।
বনবিভাগ ও কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাশিকারিরা দ্রুত সুন্দরবনের গভীরে পালিয়ে যায়। তাদের ফেলে যাওয়া নৌকা তল্লাশি করে ৬২ কেজি হরিণের মাংসসহ শিকারের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. মশিউর রহমান জানান, হরিণ শিকারের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং বনবিভাগের টহল আরও জোরদার করা হয়েছে। চোরাশিকারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তদন্ত চলছে।