
পঞ্চগড়ের বোদায় কৃষি, প্রাণিসম্পদ ও মৎস্য উদ্যোক্তাদের কারিগরি দক্ষতা উন্নয়নে দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালা গত মঙ্গলবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলপি (ইউসিবি) বোদা শাখার আয়োজনে ইউসিবি এর বোদা শাখার ব্যবস্থাপক মোঃ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে ও এস এমই কৃষি কর্মকর্তা মোঃ মোমিনুল ইসলামের সঞ্চালনায় দিনব্যাপী অনুষ্ঠিত কারিগরি প্রশিক্ষণ কর্মশালায় ৬০জন উদ্যোক্তাদের প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুস সোবহান, উপজেলা মংস্য কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল ইমরান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আহমেদ রাশেদ উন নবী।
এ সময় ইউসিবি বোদা শাখার অপারেশন ম্যানেজার মোঃ আব্দুল্লাহ আল মামুন প্রধানসহ ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ যে, বাংলাদেশ সরকারের রুপকল্প ২০৪১ অর্জন এবং দেশবাসীর জন্য খাদ্য নিরাপত্তা ও পুষ্টি সমৃদ্ধ নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিত করণ এবং জলবায়ূ সহিষ্ণু টেকসই কৃষির প্রসার ঘটানোর লক্ষে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুয়ায়ী ইউসিবি ব্যাংক সামিহাকি দায়িত্বের অংশ হিসেবে কৃষিখাতে সহায়তামূলক প্রকল্প ভরসার নতুন জানালা বাস্তবায়ন করতে কৃষি মৎস্য ও প্রাণিসম্পদ উদ্যোক্তাদের নিয়ে দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।
- সূত্র : এবিনিউজ টোয়েন্টিফোর