ঢাকা, ২১ মার্চ ২০২৫, শুক্রবার

কৃষিতে সফল হোসেনপুরের শিক্ষিত যুবক



ক্যারিয়ার

এগ্রিবার্তা ডেস্ক

(২ সপ্তাহ আগে) ৬ মার্চ ২০২৫, বৃহস্পতিবার, ১২:০০ অপরাহ্ন

agribarta

কিশোরগঞ্জের হোসেনপুরের এক সময়ের বেকার যুবক মো. রেদুয়ান মোল্লা এখন সফল কৃষক। উচ্চশিক্ষিত এই তরুণ মাদ্রাসা থেকে ফাজিল পাস করার পর চাকরির পেছনে না ছুটে কৃষিকে পেশা হিসেবে বেছে নিয়েছেন। বাড়ির পাশের পতিত জমিতে শসা চাষ করে এখন তিনি আর্থিকভাবে লাভবান। তার সাফল্যে অনুপ্রাণিত হয়ে এলাকার আরও অনেকে কৃষির দিকে ঝুঁকছেন।

রেদুয়ান মোল্লা কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভার মোল্লাবাড়ি এলাকার বাসিন্দা। তিনি ২৬ শতক জমিতে হাইব্রিড জাতের শসা চাষ করেছেন। বর্তমানে বাজারে শসার ভালো দাম থাকায় বেশ লাভবান হচ্ছেন। পাইকারি দরে প্রতি মণ শসা বিক্রি হচ্ছে ১,৬০০-১,৮০০ টাকা দরে। ইতোমধ্যে প্রায় ১৫০ মণ শসা বিক্রি করেছেন, যা থেকে তিনি লক্ষাধিক টাকা আয় করেছেন।

রেদুয়ান বলেন, "কৃষিতে আগ্রহ আমার ছোটবেলা থেকেই। বাবাকে সাহায্য করতে গিয়ে কৃষির প্রতি ভালোবাসা জন্মায়। কয়েক বছর আগে কৃষি বিষয়ে দুটি প্রশিক্ষণ নিয়েছি। এরপর সিডলেস লেবু, বেগুন চাষ করেছি। এখন শসা চাষ করছি এবং ভালো লাভ হচ্ছে। আগামীতে আরও বড় পরিসরে কৃষি কার্যক্রম চালানোর পরিকল্পনা আছে।"

শুধু নিজের জন্যই নয়, রেদুয়ান মোল্লার সাফল্য এলাকার বেকার যুবকদের জন্যও অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে। তার দেখাদেখি অনেকে কৃষির দিকে ঝুঁকছেন।

স্থানীয় কৃষক মরজত আলী বলেন, "আমি দুই বছর ধরে শসা চাষ করছি। প্রায় সময়ই রেদুয়ানের কাছ থেকে পরামর্শ নিই। তার মতো উচ্চশিক্ষিত একজন যুবক কৃষিকে পেশা হিসেবে নেওয়ায় আমরাও অনুপ্রাণিত হচ্ছি।"

রেদুয়ানের বাবা জালাল উদ্দিন মোল্লা প্রথমে ছেলের এই সিদ্ধান্তে খুশি ছিলেন না। তবে এখন তিনি গর্বিত। তিনি বলেন, "ছেলে যখন চাকরির পেছনে না ছুটে কৃষিতে মন দিল, প্রথমে মন খারাপ হয়েছিল। কিন্তু এখন দেখি, সে ভালো করছে, সফল উদ্যোক্তা হয়েছে। শুধু চাকরিই যে জীবিকার একমাত্র উপায়, সে ধারণা বদলে দিয়েছে আমার ছেলে।"

গবেষণা বলছে, দেশে শিক্ষিত তরুণদের কৃষিতে আগ্রহ বাড়লে কৃষি খাত আরও আধুনিক ও লাভজনক হয়ে উঠবে। উপজেলা কৃষি কর্মকর্তা একেএম শাহজাহান কবির বলেন, "বর্তমানে সাধারণ কৃষকদের পাশাপাশি শিক্ষিত যুবকরাও কৃষিতে মনোনিবেশ করছেন। আমরা মাঠ পর্যায়ে কৃষকদের সহায়তা করছি। রেদুয়ানের মতো উদ্যোগী তরুণরা দেশের কৃষিকে এগিয়ে নিতে ভূমিকা রাখবে।"

বাংলাদেশের কৃষিতে আধুনিক প্রযুক্তি, প্রশিক্ষণ এবং সরকারি-বেসরকারি সহযোগিতার মাধ্যমে নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে। চাকরির পেছনে না ছুটে শিক্ষিত তরুণরা কৃষির প্রতি আগ্রহী হলে এটি শুধু তাদের জন্য নয়, দেশের অর্থনীতির জন্যও ইতিবাচক ভূমিকা রাখবে।

হোসেনপুরের রেদুয়ান মোল্লার মতো সাফল্যের গল্প হয়তো অনেকেই লিখতে পারবেন, যদি তারা সঠিক পরিকল্পনা নিয়ে কৃষিকে পেশা হিসেবে নিতে পারেন। এটি শুধু একটি কৃষকের গল্প নয়, বরং শিক্ষিত তরুণদের জন্য এক নতুন সম্ভাবনার বার্তা।