.jpg)
মৎস্যসম্পদ সংরক্ষণ ও মাছের সুষ্ঠু প্রজননের লক্ষ্যে সমুদ্রে মাছ ধরায় নিয়মিত নিষেধাজ্ঞার সময় এবার ৭ দিন কমিয়ে ৫৮ দিন করা হয়েছে। এ সিদ্ধান্ত নিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
নতুন নিষেধাজ্ঞার সময়সীমা ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত
আগে এই নিষেধাজ্ঞা ছিল ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত, যা মোট ৬৫ দিন স্থায়ী হতো। এবার নিষেধাজ্ঞার সময় ভারতের সঙ্গে মিলিয়ে নির্ধারণ করা হয়েছে, যেখানে ভারতের নিষেধাজ্ঞা ১৫ এপ্রিল থেকে ১৪ জুন পর্যন্ত কার্যকর থাকে।
আগে ভারতের নিষেধাজ্ঞা শেষ হলেও বাংলাদেশি জেলেরা আরও ৩৯ দিন অপেক্ষা করতে বাধ্য হতেন। ফলে তারা ক্ষতিগ্রস্ত হতেন। নিষেধাজ্ঞার সময় কমানোর ফলে বাংলাদেশের জেলেরা আর সেই বাড়তি সময় বঞ্চিত হবেন না। মৎস্যজীবীদের দীর্ঘদিনের দাবি ছিল ভারতের সঙ্গে সমন্বয় করে নিষেধাজ্ঞার সময় নির্ধারণ করা হোক, যা এবার বাস্তবায়ন করা হলো।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যাকুয়াকালচার বিভাগের সহকারী অধ্যাপক ও মৎস্য গবেষক মীর মোহাম্মদ আলী বলেন,
"মা ইলিশ ও অন্যান্য মাছের প্রজননকালে নিষেধাজ্ঞা থাকা প্রয়োজন। নিষেধাজ্ঞার সময় কমানোয় জেলেরা এবার উপকৃত হবেন এবং তাদের আর্থিক ক্ষতি কমে যাবে।"
বাংলাদেশের জেলেরা যেন নতুন সময় অনুযায়ী তাদের পরিকল্পনা সাজাতে পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হবে বলে জানিয়েছে মৎস্য অধিদপ্তর। এ উদ্যোগ মৎস্যজীবীদের জীবিকায় ইতিবাচক প্রভাব ফেলবে বলে সংশ্লিষ্টরা আশাবাদী।