ঢাকা, ২৮ এপ্রিল ২০২৫, সোমবার

মাতামুহুরী নদীতে মৎস্য সংরক্ষণ অভিযান



মৎস্য

এগ্রিবার্তা ডেস্ক

(১ মাস আগে) ২১ মার্চ ২০২৫, শুক্রবার, ১২:৪৫ অপরাহ্ন

agribarta

মাতামুহুরী নদীর মৎস্যসম্পদ রক্ষায় উপজেলা মৎস্য দপ্তর, আলীকদমের উদ্যোগে বিশেষ সংরক্ষণ অভিযান পরিচালিত হয়েছে। বান্দরবান জেলা মৎস্য অফিসার অভিজিৎ শীলের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় চৈক্ষ্যং ইউনিয়নের শিবাতলী এলাকায় নদীতে নিষিদ্ধ জাল (জগৎ বেড় জাল/বেড় জাল) দিয়ে মা মাছ ও ছোট পোনা মাছ আহরণ করা হচ্ছিল।

অভিযানের সময় আনুমানিক ১০০ মিটার নিষিদ্ধ জাল জব্দ করা হয়। পরে আলীকদম উপজেলা নির্বাহী অফিসার, আব্দুল্লাহ আল মুমিনের মোবাইল কোর্টের মাধ্যমে জব্দকৃত জাল আইন অনুযায়ী নিষ্পত্তি করা হয়।

অভিযান পরিচালনায় আলীকদম থানার সাব-ইন্সপেক্টর ইয়ামিন আইনি সহায়তা দেন। এছাড়া স্থানীয় চৈক্ষ্যং ইউনিয়নের মৎস্যজীবী গ্রুপ তথ্য দিয়ে অভিযান সফল করতে সহযোগিতা করেছেন, যার জন্য তাদের ধন্যবাদ জানানো হয়।

উপজেলা মৎস্য দপ্তর জানিয়েছে, মাতামুহুরী নদীর মাছ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়েছে— নদীর মাছ রক্ষায় সচেতন ভূমিকা রাখার জন্য এবং অবৈধ মৎস্য আহরণের তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার জন্য।