ঢাকা, ২৭ জুলাই ২০২৪, শনিবার

মৎস্য বন্দরে আগুন, পুড়লো ২৩ মাছের আড়ৎ



মৎস্য

এগ্রিবার্তা ডেস্ক

(৩ মাস আগে) ৬ এপ্রিল ২০২৪, শনিবার, ১০:২৪ পূর্বাহ্ন

agribarta

কলাপাড়ার মৎস্য বন্দর মহিপুরে আগুন লেগে অন্তত ২৩ টি মাছের আড়ৎ পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (৫ এপ্রিল) দিবাগত রাত আটটার দিকে জাপান মৎস্য আড়ৎ থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

কলাপাড়া ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। বিষয়টি নিশ্চিত করেছেন মহিপুর মৎস্য আড়ৎ মালিক সমিতির সাধারণ সম্পাদক রাজু আহমেদ রাজা।

রাজু আহমেদ জানান, এ ঘটনায় ২৩ আড়ত মালিকের ৩ কোটি টাকারও ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

কলাপাড়া ফায়ার সার্ভিসের টিম লিডার ইলিয়াস হোসাইন জানান, সড়ক সরু হওয়ার কারণে ঘটনাস্থলে পৌছাতে কিছুটা বিলম্ব হলেও পাশাপাশি নদী থাকায় খুব কম সময়ে আগুন নিয়ন্ত্রণে এসেছে। ক্ষয়ক্ষতি নিরূপণে আমাদের কাজ চলছে। 

মৎস্য থেকে আরও পড়ুন

সর্বশেষ