৪৬তম বিসিএসে ক্যাডার ও নন–ক্যাডারে পদ ৪ হাজারের বেশি, বিজ্ঞপ্তি আসছে

ক্যারিয়ার/
প্রথম আলো

(২ সপ্তাহ আগে) ২০ নভেম্বর ২০২৩, সোমবার, ১:৩২ অপরাহ্ন

agribarta

চলতি মাসের শেষ দিকেই ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করতে যাচ্ছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। জনপ্রশাসন মন্ত্রণালয় শূন্য পদের সংখ্যা পিএসসিতে পাঠিয়ে দিয়েছে। এখন পদগুলো যাচাই–বাছাই করে বিজ্ঞপ্তি প্রকাশের কাজ করছে পিএসসি। পিএসসি ও জনপ্রশাসন মন্ত্রণালয় এসব তথ্য নিশ্চিত করেছে।

জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব বলেন, ক্যাডারে ৩ হাজারের কিছু বেশি ও নন–ক্যাডারে প্রায় ১ হাজার ১০০ পদের চাহিদা পাওয়া গেছে। এসব পদের বিপরীতে বিজ্ঞপ্তি প্রকাশের জন্য পিএসসিতে সব দরকারি কাগজপত্র পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন নিয়ম অনুসারে পিএসসি ৪৬তম বিসিএসের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে।

বিষয়টি নিয়ে জানতে চাইলে পিএসসির একাধিক সূত্র বলে, ‘জনপ্রশাসন মন্ত্রণালয় আমাদের কাছে শূন্য পদের তালিকা দিয়েছে। ক্যাডার ও নন–ক্যাডার মিলে প্রায় চার হাজারের বেশি পদ এসেছে। আমাদের কাছে পদ পাঠানো মানেই চূড়ান্ত নয়। আমরা সেই পদগুলো ঠিক আছে কি না, নিয়োগের বিধি মেনে করা হয়েছে কি না ও প্রতিটি পদের সংখ্যা ঠিক আছে কি না —এমন নানা বিষয় যাচাই–বাছাই করি। পরে তা নির্দিষ্ট করে বিজ্ঞপ্তি দেওয়া হয়। সেই কাজগুলো চলছে, যথাসময়ে বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি আমাদের রয়েছে।’

এ বিষয়ে জানতে চাইলে পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাইন বলেন, ‘৪৬তম বিসিএসের পদ মন্ত্রণালয় থেকে পিএসসিতে এসেছে। সেগুলো নিয়ে আমাদের কর্মকর্তারা কাজ করছেন।’

এদিকে প্রতিবছরের নভেম্বরে একটি করে নতুন বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের যে ধারাবাহিকতা, এ বছরও সেটি বজায় রাখা হবে বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ৩০ নভেম্বর ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

পিএসসির একজন উচ্চপর্যায়ের কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। ওই কর্মকর্তা বলেন, বিসিএসের নিয়োগ বিধিমালায় আছে, যে মাসে বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে, সেই মাসের ১ তারিখ থেকে বয়স গণনা করা হবে।

পিএসসির একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, পিএসসির ইচ্ছা ছিল আগামী বছরের প্রথম দিনে ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা। কিন্তু সেটি বিধিমালায় পড়ে না। তাই বিদ্যমান বিধিমালা অনুসারে এ বছরের নভেম্বরের ৩০ তারিখ ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। বয়স গণনা করা হবে ১ নভেম্বর থেকে।

৪৬তম বিসিএসে ক্যাডার পদের পাশাপাশি নন-ক্যাডার পদেরও শূন্য পদের উল্লেখ থাকবে। প্রার্থীরা ক্যাডার ও নন-ক্যাডার পদের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের জন্য এক মাস সময় দেওয়া হতে পারে।

গত ৪৩, ৪৪ ও ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি নভেম্বরে প্রকাশ করেছিল পিএসসি। সবচেয়ে কম সময়ে ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশে রেকর্ড করে পিএসসি। পরীক্ষা নেওয়ার ১৭ দিনের মধ্যে প্রিলিমিনারির ফল প্রকাশ করে পিএসসি। ২৭ নভেম্বর ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হবে। এরপর দ্রুত ফল প্রকাশ করে মৌখিক পরীক্ষা শুরু করবে বলে জানিয়েছে পিএসসি।

সাবস্ক্রাইব করুন এগ্রিবার্তার ইউটিউব চ্যানেল