ঢাকা, ২৭ জুলাই ২০২৪, শনিবার

‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মৎস্য গবেষণা’ শীর্ষক কর্মশালা



মৎস্য

এগ্রিবার্তা ডেস্ক:

(২ মাস আগে) ২৫ মে ২০২৪, শনিবার, ২:০৯ অপরাহ্ন

agribarta

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) এর আয়োজনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মৎস্য গবেষণা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ মে) ময়মনসিংহের বিএফআরআই মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব জনাব সাঈদ মাহমুদ বেলাল হায়দর।
প্রধান অতিথির বক্তব্যে সম্মানিত সচিব বলেন, বিজ্ঞানীদের গবেষণার মাধ্যমে উদ্ভাবিত প্রযুক্তি তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে। স্বল্প জায়গায় স্বল্প খরচে মাছের অধিক উৎপাদন নিশ্চিত করতে হলে আধুনিক প্রযুক্তির সান্নিধ্যে আসতে হবে। তবেই স্মার্ট বাংলাদেশ নিশ্চিত করা সম্ভব হবে। এ সময় তিনি প্রযুক্তিনির্ভর উন্নত বিশ্বের মাছ চাষের অভিজ্ঞতাকে কাজে লাগাতে বেশি করে গবেষণা প্রবন্ধ পড়ার উপর গুরুত্বারোপ করেন।
কর্মশালায় সভাপতিত্ব করেন বিএফআরআই এর মহাপরিচালক ড. মো. জুলফিকার আলী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ইনস্টিটিউটের পরিচালক (প্রশাসন ও অর্থ) ড. অনুরাধা ভদ্র।