
চাষের জমিতে পড়ে থাকা সেচপাম্পের বৈদ্যুতিক তারে জড়িয়ে কিশোরগঞ্জের কুলিয়ারচরে প্রাণ গেছে দুই কৃষকের। সাহাব উদ্দিন (৭০) ও মজলু মিয়া (৬৫) নিহত এই দুজনের বাড়িই তারাকান্দি গ্রামে। মঙ্গলবার এ ঘটনা ঘটে।
স্বজনদের অভিযোগ, ওই সেচপাম্প তারাকান্দি খোলপাড় গ্রামের আঙ্গুর মিয়ার। তাঁর অসতর্কতার কারণে এ ঘটনা ঘটেছে।অভিযুক্ত আঙ্গুর মিয়া আত্মগোপনে আছেন।মৃতদের পারিবারিক সূত্রে জানা যায়, তারাকান্দি গ্রামের কৃষক সাহাব উদ্দিন ও তাঁর প্রতিবেশী মজলু মিয়া সকালে বাড়ির পাশের জমিতে কাজ করতে যান। দুপুরে বাড়িতে ফিরে না এলে সাহাব উদ্দিনের ছেলে বাবাকে খুঁজতে বের হন। সাহাব উদ্দিনের চাচাতো ভাই ওমর ফারুক জানান, দুপুরে বাড়িতে খেতে না আসায় জমিতে খোঁজ করতে গিয়ে দেখা যায় দুজন বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে মারা গেছেন।
মৃত মজলু মিয়ার ছেলে কাঠমিস্ত্রি সাদেক মিয়া বলেন, গত বোরো মৌসুমের পর হেলে পড়া বিদ্যুতের তারের বাঁশের খুঁটি সোজা করার জন্য সেচ মালিককে অনুরোধ করেছিলাম। কিন্তু তিনি তা পাত্তা দেননি।
উপজেলা আবাসিক প্রকৌশলী মো. শহীদুজ্জামান সেলিম বলেন, সেচ মৌসুম শেষ হওয়ার পর নিয়ম অনুযায়ী কৃষক সেচ লাইনের তার খুলে নিয়ে যাবেন। কিন্তু তিনি তা না করায় দুর্ঘটনাটি ঘটেছে। এর দায় তাঁকেই নিতে হবে।
কুলিয়ারচর থানার ওসি মো. হেলাল উদ্দিন বলেন, বিদ্যুতের তারে জড়িয়ে মৃত দুজনের লাশ পরীক্ষার পর পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।