
চরাঞ্চলের সাত হাজার কৃষককে কৃষি সহায়তা দেবে স্ট্যান্ডার্ড চার্টার্ড ও আন্তর্জাতিক সমাজকল্যাণমূলক সংস্থা ফ্রেন্ডশিপ। এ লক্ষ্যে প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি চুক্তি হয়েছে। চুক্তির আওতায় সৌরচালিত সেচ ব্যবস্থাসহ অন্যান্য আধুনিক কৃষি প্রযুক্তি, প্রশিক্ষণ সুবিধা, প্রযুক্তিগত সহায়তা এবং বাজার সম্প্রসারণ সহায়তায় প্রায় ১৬ কোটি টাকা অনুদান দেবে স্ট্যান্ডার্ড চার্টার্ড। কৃষকদের সহায়তায় একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পটি টেকসই কৃষি প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে ৩৬টি চরের সাত হাজার জলবায়ু-প্রভাবিত কৃষকের অর্থনৈতিক অবস্থার উন্নতি, প্রবৃদ্ধি নিশ্চিতে প্রশিক্ষণের সুযোগ, প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তা এবং আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধিতে বাজার সম্প্রসারণে সহায়ক হবে।