
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, ‘আমাদের প্রত্যেকটি মানুষ পরিবেশ নিয়ে সচেতন হবেন এবং আগামীতে আমরা এই প্রতিজ্ঞা করব, বাংলাদেশকে বাঁচাতে হলে বাংলাদেশের পরিবেশ রক্ষা করতে হবে।’
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচিতে তিনি আজ শুক্রবার এসব কথা বলেন। রাজধানীর উত্তরখান শাহ কবির মাজার রোডে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে বিএনপি।
ড. আবদুল মঈন খান বলেন, ‘প্রকৃতিকে বিচ্ছিন্ন করে দিয়ে, ধ্বংস করে দিয়ে কোনো জাতি পৃথিবীতে টিকে থাকতে পারেনি। এর ভুরি ভুরি উদাহরণ পৃথিবীর আদিম সভ্যতার ইতিহাসে রয়েছে।’
ড. মঈন খান বলেন, ‘গাছ লাগান, দেশ বাঁচান। তারই অংশ হিসেবে আমাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সুদূর লন্ডন থেকে আহ্বান জানিয়েছেন, পরিবেশগত দিক সম্বন্ধে আমাদের আগামীতে সচেতন হতে হবে। শুধু গাছ লাগানো নয়, আজকে আমাদের যে উন্নয়ন পরিকল্পনা, সেই উন্নয়ন পরিকল্পনা তৈরি করার সময় আমাদের সচেতন থাকতে হবে। যাতে আমরা বাংলাদেশের পরিবেশকে আর নতুন করে ধ্বংস না করি, স্বৈরাচারী সরকার যেভাবে বাংলাদেশের পরিবেশকে ধ্বংস করেছে। বাংলাদেশের মানুষকে বোঝাতে হবে যে, প্রকৃতির সাথে মিলেমিশে আমরা বসবাস করব। প্রকৃতিকে বিচ্ছিন্ন করে দিয়ে, প্রকৃতিকে ধ্বংস করে দিয়ে কোনো জাতি পৃথিবীতে টিকে থাকতে পারেনি। এর ভুরি ভুরি উদাহরণ পৃথিবীর আদিম সভ্যতার ইতিহাসে রয়েছে।’