
কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, এবছর আলু উৎপাদন বেশি হওয়ায় কৃষকরা আলুর দাম পাচ্ছে না। কৃষকদের ক্ষতি কমাতে সরকারিভাবে কিছু আলু ক্রয় করা হবে।
উপদেষ্টা আজ রাজধানীর গাবতলীস্থ বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) বিভিন্ন গবেষণা ও প্রক্রিয়াজাত কেন্দ্র পরিদর্শন কালে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, বিএডিসির টিস্যু কালচার কেন্দ্রে আলু, আনারস, খেজুর, বিভিন্ন ফুলের টিস্যু কালচার করা হচ্ছে। আমরা খেজুর আমদানি করে আনি। স্থানীয়ভাবে এ প্রযুক্তির মাধ্যমে উৎপাদিত চারা ব্যাপকভাবে ছড়িয়ে দিলে আমদানি নির্ভরতা কমবে। নেদারল্যান্ডসহ বিভিন্ন দেশ থেকে চড়া মূল্যে আলু বীজ ক্রয় করতে হয়। দেশে উন্নত জাতের আলু বীজ উৎপাদন করতে পারলে দেশের কৃষির জন্য তা ভালো হবে। বিএডিসি টিস্যু কালচার ল্যাবের মাধ্যমে সে কাজ করছে বলে উপদেষ্টা এসময় জানান।
সম্প্রতি বাজারের সবজির দাম বৃদ্ধি প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, বৃষ্টির জন্য সবজি ক্ষেত ক্ষতিগ্রস্ত হওয়ায় সবজির বাজারে তার প্রভাব পড়েছে। আবহাওয়া স্বাভাবিক হয়ে গেলে এ সমস্যা থাকবে না।
সবজির দাম বাড়তির দিকে হলেও আলুর দাম কম। কৃষকরা এ বছর আলুর দাম পাচ্ছে না। তাঁরা ক্ষতিগ্রস্ত হচ্ছে।
সেজন্য সরকারিভাবে কিছু আলু ক্রয়ের পরিকল্পনার কথা উপদেষ্টা জানান। তিনি এসময় কৃষকদের ক্ষতি কমাতে কোল্ড স্টোরেজ পর্যায়ে আলুর দাম নির্ধারণ করার বিষয়ে সরকারের সিদ্ধান্তের কথাও জানান।
পাট বীজের আমদানি নির্ভরতা কমানো প্রসঙ্গে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, পাট বীজ হতে অনেক সময় লাগে। এসময়ে কৃষক দুই তিনবার ধান উঠাতে পারে। কৃষক সেটাই চাষ করেন যেটাতে তারা লাভবান হন। তাছাড়া বীজের জন্য পাট রাখলে আঁশের মানও কমে যায়। দেশে যেহেতু জমির পরিমাণও কম তাই স্থানীয়ভাবে পাট বীজ উৎপাদন করে চাহিদা পূরণ সম্ভব হচ্ছে না।
পরিদর্শনকালে উপদেষ্টা বিএডিসির বিভিন্ন গবেষণা কেন্দ্র, হিমাগার ও অবকাঠামো পরিদর্শন করেন।
এসময় কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান উপস্থিত ছিলেন।
উপদেষ্টা পরে রাজধানীর দারুস সালাম থানা পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে উপদেষ্টা বলেন, এ থানায় আসার উদ্দেশ্য হলো, জায়গাটি ঝামেলাপূর্ণ। রাজধানীর অন্যান্য এলাকার তুলনায় মোহাম্মদপুর ও মিরপুরে অপরাধ প্রবণতা একটু বেশি। আমরা কিছুদিনের মধ্যেই এটা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবো মর্মে আশা করছি। এ বিষয়ে গণমাধ্যম কর্মীদের অব্যাহত সহযোগিতা প্রয়োজন বলে উপদেষ্টা মন্তব্য করেন। থানার অবকাঠামো নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, রাজধানীর ৫০টি থানার মধ্যে ২৫টির কার্যক্রম ভাড়াবাড়িতে চলে। এই সেপ্টেম্বরে নিজস্ব ভবনে ০৮টি থানার কাজ শুরু করা হবে। ঢাকায় জায়গার স্বল্পতার কারণে এ সমস্যা হচ্ছে।