ঢাকা, ২১ অক্টোবর ২০২৫, মঙ্গলবার

নোনা মাটির কৃষি নিয়ে শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় কর্ডএইডের



জাতীয়

এগ্রিবার্তা ডেস্ক

(২ সপ্তাহ আগে) ১ অক্টোবর ২০২৫, বুধবার, ৯:৩৭ অপরাহ্ন

agribarta

দেশের দক্ষিণাঞ্চলের জমিতে যে মাত্রারিক্ত লবণাক্ততা রয়েছে, সেই বাস্তবতায় কৃষকদের জন্য প্রযুক্তিসহ প্রয়োজনীয় সহায়তার তাগিদ এসেছে এক সেমিনারে।

মঙ্গলবার ঢাকার বনানীর হোটেল শেরাটনে ‘ব্রেকিং দ্য সল্ট ব্যারিয়ার: রিরাইটিং দ্য স্টোরি অব স্যালাইন ল্যান্ডস ইন সাউদার্ন বাংলাদেশ’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বলা হয়, দেশের মোট ভূমির ৩০ শতাংশের বেশি উপকূলীয় এলাকায়। এর অর্ধেকের বেশি জায়গা পড়ে আছে লবণাক্ততা আর জলবায়ু পরিবর্তনজনিত কারণে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসজনিত লবণাক্ততা কমিয়েছে কৃষি উৎপাদন; হুমিকির মুখে ফেলেছে খাদ্যনিরাপত্তাকে।

লবণাক্ত জমিকে আবাদযোগ্য করার পথনকশা তুলে ধরতে এ সেমিনার আয়োজন করে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা কর্ডএইড। এতে সরকারি কর্মকর্তা, গবেষক, বেসরকারি খাতের প্রতিনিধি, শিক্ষাবিদ ও উন্নয়ন সহযোগীরা অংশ নেন।

অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদুর রহমান বলেন, তিনি দক্ষিণাঞ্চলের মানুষ। সে কারণে লবণাক্ততা কীভাবে কৃষিকে প্রভাবিত করছে তা তার সরাসরি দেখা।

“১৯টি উপকূলীয় জেলা এরই মধ্যে আক্রান্ত, সমস্যা ক্রমশ বাড়ছে। মূল ঘাটতি হলো লবণসহিষ্ণু বীজ ও প্রযুক্তি। পরিবেশ আমরা বদলাতে পারব না; তবে গবেষণা, উদ্ভাবন ও সরকারি—বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে আমরা মানিয়ে নিতে পারি। কোস্টস প্রকল্প এর বড় উদাহরণ।”

কর্ডএইড গত চার বছর ধরে কোস্টস প্রকল্পের মাধ্যমে কৃষকদের সহায়তা দিয়ে আসছে। এ বছরের জুনে এ প্রকল্প শেষ হয়েছে।

বাগেরহাট সদর উপজেলার সুস্মিতা দাস নামে এক নারী বলেন, তিনি এই প্রকল্পের আওতায় প্রশিক্ষণ নিয়ে এখন স্বাবলম্বী।

“শুরুতে আমি একজন স্বেচ্ছাসেবী হিসেবে প্রশিক্ষণ নিই। এরপর এলাকার কৃষকদের মাটি পরীক্ষা, এই আবহাওয়া উপযোগী বীজ বিক্রির মাধ্যমে আমার আয় বেড়েছে। এখন আমি পরিবারে সহায়তা করতে পারছি।”

সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন কর্ডএইড বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর ডাউয়ে ডাইকস্ট্রা।

তিনি বলনে, “লবণাক্ততা শুধু কৃষকের নয়, এটি একটি জাতীয় চ্যালেঞ্জ। কোস্টস দেখিয়েছে এই সমস্যার সমাধান সম্ভব।

“তবে আসল পরিবর্তন তখনই আসে, যখন স্থানীয় জনগণ, সরকার এবং বেসরকারি খাত একসঙ্গে কাজ করে।”

মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের মহাপরিচালক বেগম সামিয়া সুলতানার সভাপতিত্বে সেমিনারে বক্তব্য দেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গোলাম রাব্বানী, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের খুলনা স্যালিনিটি ম্যানেজমেন্ট অ্যান্ড রিসার্চ সেন্টারের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা অমরেন্দ্র ন বিশ্বাস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ সেবা উইংয়ের পরিচালক ওবায়দুর রহমান মন্ডল, প্রশিক্ষণ উইংয়ের পরিচালক বেলাল উদ্দিন, আরভিওর আন্তর্জাতিক উন্নয়ন বিভাগের সিনিয়র অ্যাডভাইজর এলা লামার, লাল তীর সিডস লিমিটেডের পরিচালক তাজওয়ার আউল।

  • বিডিনিউজ২৪

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ