ঢাকা, ৬ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার

সাড়ে ২১ হাজার টাকায় বিক্রি হলো মেঘনায় ধরা পড়া সেই বাঘাইড়



মৎস্য

এগ্রিবার্তা ডেস্ক

(১ সপ্তাহ আগে) ২৭ অক্টোবর ২০২৫, সোমবার, ৮:১৯ অপরাহ্ন

agribarta

ভোলার মেঘনা নদীতে ২১ কেজি ৯০০ গ্রামের একটি বিশাল বাঘাইড় মাছ ধরা পড়েছে। সদর উপজেলার ইলিশা মেঘনা নদীতে মাছটি জেলেদের জালে ধরা পড়ে।


রোববার (২৬ অক্টোবর) সকালে মাছটি ইলিশা চডার মাথা মাছঘাটে আনা হলে আড়তদার মো. ইমন ২১ হাজার ৫০০ টাকায় কিনে নেন। মাছটি জেলেরা নদীতে জাল ফেলে ধরেন।
জেলেরা মা ইলিশ রক্ষার সরকারি ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে নদীতে মাছ ধরতে যায়। স্থানীয় জেলেদের মতে, এত বড় বাঘাইড় তাদের আগে দেখা হয়নি। মাছটির ক্রেতা আড়তদার  মো.ইমন বলেন, এতো বড় বাঘাইড় মাছ আমাদের ঘাটে আগে কখোন আসেনি। মাছটি জেলেরা আড়তে আনার পর সর্বোচ্চ ২১ হাজার ৫০০ টাকায় আমি কিনেছি। মাওয়া ঘাটে পাঠাবো, ২৯ থেকে ৩০ হাজার বিক্রির আশা ক্রেতার।

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, দীর্ঘ অভিযান ও জাল না ফেলার কারণে জেলেরা এতো বড় মাছ পেয়েছে। ভবিষ্যতেও জেলেদের এমন বড় মাছ ধরা পড়ার সম্ভাবনা রয়েছে।

মৎস্য থেকে আরও পড়ুন

সর্বশেষ