ঢাকা, ৮ সেপ্টেম্বর ২০২৪, রবিবার

রাজনীতি বন্ধসহ ৭ দফা দাবিতে বাকৃবি শিক্ষার্থীরা



ক্যাম্পাস

বাকৃবি প্রতিনিধি:

(৪ সপ্তাহ আগে) ১০ আগস্ট ২০২৪, শনিবার, ১০:৫৫ পূর্বাহ্ন

agribarta

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ক্যাম্পাসে সকল রাজনীতি বন্ধসহ ৭ দফা দাবি নিয়ে উপাচার্য বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।


 

বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুর ৩টায় বিশ্ববিদ্যালয়ে অবস্থানরত প্রায় ৬০ জন শিক্ষার্থী উপাচার্য বাসভবনের সামনে উপস্থিত হয়। 


 

এ সময় ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. খন্দকার মো. মোস্তাফিজুর রহমানের সাথে আলোচনা সভায় শিক্ষার্থীদের ২০ জনের প্রতিনিধি দল দাবিগুলো জানায়। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদার ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার। 



 

সাধারণ শিক্ষার্থীরা ৭ দফা দাবি নিয়ে বলেন, "সকল রাজনীতি নিষিদ্ধ করতে হবে, ক্লাস শুরু হওয়ার ঘোষণা ৭ দিনের মধ্যে দিতে হবে, প্রশাসন সাধারণ শিক্ষার্থীদের সাথে আলোচনা করে গঠন করতে হবে, সকল হলে নিরাপত্তা নিশ্চিত করতে হবে, শিক্ষার্থীদের ক্ষতিপূরণ দিতে হবে, যারা আন্দোলন করেছে তাদের কোনো রকম হয়রানি করা যাবে না এবং যারা নিপীড়ন করেছে তাদের শাস্তির আওতায় আনতে হবে।"


 

ভারপ্রাপ্ত উপাচার্য ড. খন্দকার মো. মোস্তাফিজুর রহমান জানায়, শিক্ষার্থীদের প্রতিনিধি দল এসে তাদের দাবি জানিয়েছে। শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিক মনে হয়েছে। সকলের সাথে আলোচনা করে বিশ্ববিদ্যালয়ে খুব শীঘ্রই শিক্ষার্থীদের ফিরিয়ে আনা হবে।