agribarta

ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

মেয়াদোত্তীর্ণ আইডি কার্ড নিয়ে বিপাকে শেকৃবি'র শিক্ষার্থীরা


ক্যাম্পাস

প্রথম আলো

(২ সপ্তাহ আগে) ৬ এপ্রিল ২০২৪, শনিবার, ১১:০০ পূর্বাহ্ন

agribarta

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়েছে ২০২৩ সালের ডিসেম্বরে। মেয়াদোত্তীর্ণের ২ মাস পেরিয়ে গেলেও কোনো পদক্ষেপ নেননি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন বলে জানান শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের স্নাতক ১৮-১৯ শিক্ষাবর্ষের আইডি কার্ড নিয়ে দেখা যায়, পাঁচ বছরের জন্য দেয়া আইডি কার্ডের মেয়াদ শেষ হয়েছে ২০২৩ সালের ডিসেম্বরে। অথচ এখনও স্নাতক শেষ হয়নি উক্ত শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের।

শিক্ষার্থীরা জানান,আইডি কার্ডের মেয়াদ শেষ হওয়ার কারণে তারা পাসপোর্ট বানাতে পারছেন না। এছাড়াও ব্যাংক একাউন্ট খোলা সহ নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের।

তাছাড়া বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংগঠনে বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, ভিসার আবেদন, স্কলারশিপের আবেদন করতে গেলে বিশ্ববিদ্যালয় আইডি কার্ডের প্রয়োজন হলেও মেয়াদ শেষ হওয়ার কারণে এসব আবেদন করা যাচ্ছে না। আবার অনেকে অভিযোগ করেন, ঢাকা শহরে বাসের হাফ ভাড়া দিতে গেলে আইডি কার্ডের মেয়াদ শেষ হওয়াতে হাফ ভাড়া দিতেও বিপাকে পড়তে হচ্ছে প্রতিনিয়ত। মেয়াদোত্তীর্ণ আইডি কার্ড নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাহিরে এক প্রকার উদ্বেগ নিয়ে চলাফেরা করতে হচ্ছে শিক্ষার্থীদের।

এএএসভিএম অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী পিয়াল সরকার বলেন, পাঁচ বছর মেয়াদি আইডি কার্ডের মেয়াদ শেষ হয়েছে ২০২৩ সালে। অথচ স্নাতক শেষ হতে আরও এক বছরেরও বেশি সময় বাকি। এতে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে। আশা করছি বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনায় রাখবে। সাধারণ শিক্ষার্থীদের এই মৌলিক চাহিদাপত্রের সমস্যা অতি দ্রুত সমাধানের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. অলক কুমার পাল জানান, বিষয়টি নিয়ে ছাত্র পরামর্শক বরাবর আবেদন করলে আমরা প্রয়োজনীয় সিদ্ধান্ত নিব।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউল করিম বলেন, বিষয়টি হল কর্তৃপক্ষের ব্যাপার। এ ব্যাপারে হল অফিস থেকে যোগাযোগ করলে পরামর্শের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।