বাংলাদেশে প্রাইভেট সেক্টরের একমাত্র সংগঠন বাংলাদেশের ফিশারিজ এক্সিকিউটিভ এসোসিয়েশন (বিএফইএ) এর নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি রাজধানীর খামারবাড়িস্থ কৃষিবিদ ইনিস্টিউটের ক্যাফেটেরিয়ায় কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করে আহবায়ক কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটির আহবায়ক মৎস্যবিদ মোঃ কামরুজ্জামান শাহ স্বপন, সদস্য সচিব হিসেবে মৎস্যবিদ মোঃ রাশেদুজ্জামান দিপু এবং ৮ জন যুগ্ম আহবায়ক সহ ৩১ জন সদস্য নিয়ে সর্বমোট ৪১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এই আহবায়ক কমিটি ছয় (০৬) মাসের মধ্যে সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত করে কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।
এদিকে নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন কৃষিবিদদের অহংকার বরেণ্য কৃষিবিদ শামীমুর রহমান শামীম ও AAB ঢাকা জেলার সাধারণ সম্পাদক কৃষিবিদ ডা: মো: শাহাদাৎ হোসেন পারভেজ।