সাম্প্রতিক বন্যার শুরু থেকেই প্লাবিত এলাকায় মানুষদের জন্য ত্রাণ সহায়তা পাঠাচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। এরই মধ্যে প্রায় পাঁচ হাজার পরিবারের মধ্যে ৭০০ টন ত্রাণ সহায়তা বিতরণ করা হয়েছে। যা এখনো চলমান রয়েছে। তবে এর পাশাপাশি এবার ভিন্ন উদ্যোগ নিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান মাওলানা শায়খ আহমাদুল্লাহ। বন্যার্ত মানুষদের গবাদি পশুর কথা চিন্তা করে গতকাল লক্ষ্মীপুরের চরকাদিরা ইউনিয়নের ৩ টি আশ্রয় কেন্দ্রে ১৮৮ বস্তা পশুখাদ্য বিতরণ করেছে। এবারের ভয়ংকর বন্যায় মোট ৬৭.৫ টন পশুখাদ্য বিতরণ করছে আস-সুন্নাহ ফাউন্ডেশন।
শত কোটি টাকার ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করার স্বপ্ন নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি। দশ কেজির প্যাকেজে ২০ হাজার প্যাকেট শুকনো খাবারের পাশাপাশি ৫০ হাজার পরিবারের জন্য চাল-ডাল-তেল ইত্যাদি বিতরণের পরিকল্পনা ছিল তাদের। সেই লক্ষ্যমাত্রা বর্ধিত করে ১ লাখে উন্নীত করেছে।
পানি কমে গেলে ৫০ হাজার পরিবারের মাঝে ২৫ কেজি করে চাল বিতরণের পরিকল্পনা ছিল,যা বেড়ে ৭০ হাজারে উন্নীত হয়েছে। এছাড়া বন্যায় গৃহহারা ৫ হাজার পরিবারের জন্য গৃহ নির্মাণ প্রকল্প যথারীতি থাকছেই। বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ী এবং কৃষককে সুদি কিংবা সুদমুক্ত ঋণের পরিবর্তে সম্পূর্ণ নগদ অর্থ সহায়তা করার সিদ্ধান্ত নিয়েছে,সেই সাথে বন্যায় মৃত্যু বরণকারী অসহায় পরিবারের উপার্জনের ব্যবস্থা গ্রহণের উদ্যোগও আছে আস-সুন্নাহ ফাউন্ডেশন এর।
ত্রাণসামগ্রী প্রস্তুতির কাজে স্বেচ্ছাসেবক আহ্বান
আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে বন্যার্তদের জন্য ত্রাণের প্যাকেট তৈরি করতে স্বেচ্ছাসেবক আহ্বান করা হয়েছে। প্রতিষ্ঠানটি তাদের ফেসবুক পেইজে স্বেচ্ছাসেবক আহ্বান করে জানান,আমরা চাই না, ত্রাণ কার্যক্রমের পরিধি বৃদ্ধি পাওয়ার প্রয়োজন হোক। কিন্তু বাস্তবতা হলো, এখনো অনেক এলাকা পানির নিচে তলিয়ে আছে। অন্তত আরো তিন-চারদিন ত্রাণ বিতরণ অব্যাহত রাখতে হবে। যারা ঢাকায় অবস্থান করছেন এবং হাতে সময় আছে, তারা প্যাকেজিংয়ের কাজে কায়িক শ্রম দিয়ে সহযোগিতা করতে পারেন।
প্যাকেজিংয়ের স্থান মাদরাসাতুস-সুন্নাহ। সবাই সেখানে উপস্থিত হয়ে যেতে পারেন। আস-সুন্নাহ ফাউন্ডেশনের আফতাবনগর কার্যালয় থেকে পরিবহনের ব্যবস্থা রয়েছে। মাদরাসাতুস সুন্নাহর ঠিকানা: ব্লক-সি, রোড-৩/বি, সানভ্যালি আবাসন, স্বদেশ প্রপার্টিস, সাতারকুল, বাড্ডা, ঢাকা । আস-সুন্নাহ ফাউন্ডেশনের আফতাবনগর কার্যালয় ,প্লট-৭০, রোড-৩, ব্লক-সি, আফতাবনগর, ঢাকা ।