খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের সাবেক শিক্ষার্থী সাবিকুন্নাহার পপিকে শাশুড়ি ও জামাই কর্তৃক শারীরিক নির্যাতনের মাধ্যমে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
শুক্রবার জুমার নামাজ শেষে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় এবং বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
খুলনা ইউনিভার্সিটির হাদী চত্বরে খুলনা বিশ্ববিদ্যালয়ের এনভারমেন্টাল সায়েন্স ডিসিপ্লিন এর ১৫ ব্যাচের মেধাবীব শিক্ষার্থী এবং ফার্মেসি ডিসিপ্লিনের সহকারী অধ্যক্ষের ছোট বোন পাঁচ মাস বয়সী কন্যা সন্তানের জননী সাবিকুন্নাহার পপিকে শাশুড়ি ও জামাই কর্তৃক শারীরিক নির্যাতনের মাধ্যমে নৃশংস হত্যার প্রতিবাদ ও তার খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেন।
মানববন্ধনে বক্তারা খুব দুঃখ প্রকাশ করে বলেন, সাবিকুন নাহার পপির মতো আর কোনো ছাত্রী, নারী, মা, বোনের অবস্থা যেন না হয়; ভবিষ্যৎ অকাল মৃত্যুতে পরিণত না হয় বা কাউকে জীবন দিতে না হয়। সেই ব্যাপারে আমাদের এবং সমাজের সকল মানুষকে রুখে দাঁড়াতে হবে। এই সুপরিকল্পিত হত্যার সঙ্গে যারা জড়িত তদন্ত করে তাদের বিচার করতে হবে। এসময় বাংলাদেশের সকল মানুষকে সতর্ক থাকারও অনুরোধ জানান। উক্ত মানববন্ধনে ইউনিভার্সিটি শিক্ষক, ছাত্র/ছাত্রী এবং তার পরিবারসহ অনেকেই উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীরা হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপ নিয়ে সর্বোচ্চ শাস্তির দাবি জানান।