বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী ১ সেপ্টেম্বর ২০২৪ (রবিবার) সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদে ক্লাস শুরু হয়েছে। প্রায় ২মাস পর ক্লাসরুমসমূহ সাধারণ শিক্ষার্থীদের পদচারণায় আজ মুখরিত হয় । বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বপ্রাপ্ত ডিন পরিষদের আহবায়ক অধ্যাপক ড. খন্দকার মোঃ মোস্তাফিজুর রহমান, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ রফিকুল ইসলাম সরদার, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোঃ শহীদুল হক, প্রক্টর অধ্যাপক ড. মোঃ আবদুল আলীম বিভিন্ন অনুষদীয় ক্লাসরুম পরিদর্শন করেছেন এবং শিক্ষার্থীদের খোঁজখবর নেন । বিভিন্ন অনুষদীয় ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি সন্তোষজনক ছিলো।