ঢাকা, ৮ সেপ্টেম্বর ২০২৪, রবিবার

বীজতলা প্রস্তুত করছে বশেমুরকৃবির "শিক্ষক ও শিক্ষার্থীরা"



ক্যাম্পাস

এগ্রিবার্তা ডেস্ক:

(৫ দিন আগে) ২ সেপ্টেম্বর ২০২৪, সোমবার, ১১:০৯ পূর্বাহ্ন

agribarta

বন্যাকবলিত কৃষকদের পাশে দাঁড়াতে বীজতলা প্রস্তুত করছে বশেমুরকৃবির "শিক্ষক ও শিক্ষার্থীরা"। বন্যার্তদের কৃষি পুনর্বাসন কার্যক্রমের আওতায় আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ব (Agronomy) ডিপার্টমেন্টের গবেষণা মাঠে ১ একর জমিতে বিনাধান-১৭ এবং বিআর-২৩ এর প্রায় ৩১০ কেজি বীজ বপন করা হয়৷ যথাসময়ে ফেনীর পরশুরাম উপজেলায় নির্ধারিত ১০০ কৃষকদের সরবরাহ করা হবে৷ এই নিমিত্তে উপজেলা কৃষি অফিসারের সহযোগিতায় মাঠপর্যায়ে কৃষকদের লিস্ট করার জন্য খুব শীঘ্রই একটি টিম পরশুরামের চিথলিয়া ইউনিয়নের মালিপাথর গ্রামে যাবে।