ঢাকা, ৮ সেপ্টেম্বর ২০২৪, রবিবার

ফেনীতে বন্যায় মাছ চাষিদের ভাগ্য বিপর্যস্ত



মৎস্য

এগ্রিবার্তা ডেস্ক:

(৫ দিন আগে) ২ সেপ্টেম্বর ২০২৪, সোমবার, ১:৩২ অপরাহ্ন

agribarta

ফেনী জেলায় সাম্প্রতিক বন্যায় মাছ চাষিরা এক ভয়াবহ সংকটে পড়েছেন। পানি বেড়ে যাওয়ায় তাদের মাছের ঘের এবং পুকুর তলিয়ে গিয়ে মাছ চারদিকে ছড়িয়ে পড়ে, যা তাদের জীবিকার বড় একটি অংশে বড় ধরনের আঘাত হেনেছে।

ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের বাসিন্দা গিয়াস উদ্দিন ও তার সঙ্গী মিলেই গড়ে তুলেছিলেন মাছ ও মুরগির খামার। কিন্তু এই বন্যায় তাদের সমস্ত পুকুর তলিয়ে গিয়ে তারা এখন প্রায় নিঃস্ব হয়ে পড়েছেন। গিয়াস উদ্দিন জানান, সোনাগাজী উপজেলার মুছাপুর এলাকায় তাদের ছিল ১০ একর জমির তিনটি বড় পুকুর এবং ফেনী সদর উপজেলায় বাড়ির কাছে আরও তিন একর জমির তিনটি পুকুর, যেখানে তারা মাছ চাষ করছিলেন। কিন্তু এই বন্যা সব মাছ ধ্বংস করে দিয়েছে।

এই বিপর্যয়ে তাদের ছয়টি পুকুরে বিনিয়োগ করা প্রায় এক কোটি টাকার সম্পদ এখন পানিতে ভেসে গেছে। বর্ষা শেষে তারা মাছ বিক্রির পরিকল্পনা করেছিলেন, কিন্তু এই অভাবনীয় বন্যা তাদের সবকিছু কেড়ে নিয়েছে।

গিয়াস উদ্দিনের অংশীদার সাখাওয়াত হোসেন পিন্টু, যিনি দীর্ঘ ২৮ বছর প্রবাস জীবন কাটিয়ে ২০২৩ সালে দেশে ফিরে আসেন, বলেন, "আমরা কখনও ভাবিনি বন্যার পানি আমাদের সবকিছু কেড়ে নেবে। একটি পুকুরে আমরা ডিম থেকে পোনা তৈরি করছিলাম, যা সম্প্রতি ১৭ লাখ টাকায় বিক্রির প্রস্তাব পেয়েছিলাম, কিন্তু বিক্রি না করায় এখন সব শেষ হয়ে গেছে।"

ফেনী জেলা মৎস্য অফিসের তথ্য অনুযায়ী, এই বন্যায় জেলায় প্রায় ১৮ হাজার ৭৬০টি পুকুর এবং মাছের খামার ক্ষতিগ্রস্ত হয়েছে, যার পরিমাণ প্রায় ২,২৭৮ হেক্টর। এতে প্রায় ৭৪ কোটি ৯৭ লাখ ৮১ হাজার টাকার ক্ষতি হয়েছে। তবে চাষিরা মনে করছেন, প্রকৃত ক্ষতির পরিমাণ আরও বেশি।

বন্যার কারণে সৃষ্ট এই ক্ষতি কাটিয়ে উঠতে মাছ চাষিদের এখন নতুন পরিকল্পনা করতে হবে। এই সংকটময় পরিস্থিতি থেকে তারা কীভাবে উঠে দাঁড়াতে পারবেন, তা এখনো অজানা।