ঢাকা, ৮ মে ২০২৪, বুধবার

বদলগাছীতে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন



কৃষি

ঢাকা টাইমস

(৩ সপ্তাহ আগে) ১৭ এপ্রিল ২০২৪, বুধবার, ৪:০৬ অপরাহ্ন

agribarta

নওগাঁর বদলগাছীতে ৩ দিনব্যাপী কৃষিপ্রযুক্তি মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় কৃষি অফিস চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৩-২০২৪ অর্থ বছরে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ দিন ব্যাপী এই মেলার উদ্বোধন করা হয়।

মেলা উদ্বোধন করেন প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (অঃ দাঃ) কামরুল হাসান সোহাগের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন- উপজেলা প্রকৌশলী সুমন কুমার দেবনাথ, বদলগাছী সদর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহিম দেওয়ান বাবলু, বালুভরা ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি সুকমল কর্মকার প্রমুখ।

শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবাব ফারহান। প্রধান অতিথি প্রযুক্তি মেলার উদ্বোধন শেষে ২০২৩-২০২৪ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় পাট ফসল আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ৫৫০ জন পাট চাষিকে ১ কেজি পাট বীজ, ২০২৩-২৪ অর্থ বছরে খরিপ/২০২৪-২৫ মৌসুমে গ্রীস্মকালীন (৩য় পর্যায়ে) ১৮০ জন চাষিকে ১ কেজি করে পেঁয়াজ বীজ, ২০ কেজি ডিএপি, ২০ কেজি এমওপি সার ও উফশী আউশ ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে ৪২৪০ জন কৃষকের মাঝে জন প্রতি ৫ কেজি ধান বীজ, রাসায়নিক সার ডিএপি ১০ কেজি ও এমওপি সার ১০ কেজি করে বিতরণ করা হয়।

পরে প্রধান অতিথি কৃষি প্রযুক্তি মেলায় আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে কম খরচে ফসল উৎপাদন বৃদ্ধি প্রযুক্তির ১৪ টি স্টল পরিদর্শন করেন।