বর্গা চাষীর ধান কেটে দিল বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ

কৃষি অর্থনীতি/
এগ্রিবার্তা ডেস্ক

(১০ মাস আগে) ২৮ এপ্রিল ২০২৩, শুক্রবার, ৫:১৪ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৭:৩১ পূর্বাহ্ন

agribarta

গাজীপুরে ধান কেটে কৃষকের ঘরে তুলে দিয়েছেন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা।

শুক্রবার (২৮ এপ্রিল) সকালে গাজীপুরের স্থানীয় এক বর্গা চাষীর জমির ধান কেটে দেন তারা।

সম্মিলিত বেসরকারি বিশ্বিদ্যালয়  ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম সজীবের নেতৃত্বে সকাল ৮টা থেকে ছাত্রলীগের ১৫-১৬ জন নেতাকর্মীর সহযোগিতায় এ ধানকাটা কর্মসূচি শুরু হয়।

ছাত্রলীগের এমন উদ্যোগে কৃতজ্ঞতা জানিয়ে স্থানীয় কৃষক বলেন, ‘ঝড়বৃষ্টির শঙ্কা ও শ্রমিক সংকটের কারণে জমির পাকা ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। তারা ধান কেটে ঘরে তুলে দিয়েছে। তাদের এমন কাজে আমি ভীষণ খুশি।’

সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম সজীব বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ও কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় সারা দেশে শ্রমিক সংকটের কারণে পাকা ধান কেটে কৃষকের ঘরে তুলে দেয়া হচ্ছে।“

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ ছাত্রলীগ দেশের যেকোনো সংকটে মানুষের পাশে দাঁড়িয়েছে। ভবিষ্যতেও আমরা সাধারণ মানুষের পাশে থাকব।”