ঢাকা, ১২ অক্টোবর ২০২৪, শনিবার

প্রভিটা ফিড এর হেড অফ টেকনিক্যাল সার্ভিস ডা আব্দুল বারেকের মৃত্যু



প্রাণীসম্পদ

এগ্রিবার্তা ডেস্ক:

(২ সপ্তাহ আগে) ২৫ সেপ্টেম্বর ২০২৪, বুধবার, ১১:৪১ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১:০৪ অপরাহ্ন

agribarta

আজ, ২৫ সেপ্টেম্বর ২০২৪, প্রভিটা গ্রুপের হেড অফ টেকনিক্যাল সার্ভিস এবং দেশের অন্যতম কৃষিবিদ ড. আব্দুল বারেক (৪৯) খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় (ম্যাসিভ হার্ট অ্যাটাক) শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

ড. আব্দুল বারেক ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ৯৪-৯৫ সেশনের ছাত্র এবং ফজলুল হক হলের প্রাক্তন শিক্ষার্থী। তার দীর্ঘ কর্মজীবনে তিনি কৃষি খাতে অসামান্য অবদান রেখেছেন। তার মেধা, নিষ্ঠা এবং অগ্রণী ভূমিকায় কৃষি খাতের উন্নয়নে যে প্রভাব ফেলেছেন, তা স্মরণীয় হয়ে থাকবে।

দেশের কৃষিবিদ সমাজ তার এই অকাল প্রয়াণে গভীর শোকাহত। ড. বারেকের সেবামূলক কাজ, উদ্ভাবনী চিন্তা, এবং কৃষিক্ষেত্রে তার নিরলস প্রচেষ্টার জন্য তিনি চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন। মহান আল্লাহ্ তাআলার কাছে প্রার্থনা, তিনি যেন ড. বারেককে জান্নাতুল ফেরদৌস নসীব করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন সময় ধৈর্য ধারণের শক্তি দান করেন।

প্রাণীসম্পদ থেকে আরও পড়ুন

সর্বশেষ