ঢাকা, ১২ অক্টোবর ২০২৪, শনিবার

বিএলআরআই-এর প্রাক্তন মহাপরিচালক ড. মোঃ আব্দুল জলিলের ইন্তেকাল



প্রাণীসম্পদ

এগ্রিবার্তা ডেস্ক:

(২ সপ্তাহ আগে) ২৮ সেপ্টেম্বর ২০২৪, শনিবার, ১১:২১ পূর্বাহ্ন

agribarta

বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই)-এর প্রাক্তন মহাপরিচালক ড. মোঃ আব্দুল জলিল আজ শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪, সকাল ৮:৪০ মিনিটে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি হার্ট, কিডনি ও নিউমোনিয়ার মতো জটিল সমস্যার কারণে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৭০ বছর। তিনি ১ স্ত্রী ও ২ ছেলে সহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

ড. আব্দুল জলিল বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তাঁর কর্মজীবনে তিনি প্রাণিসম্পদ উন্নয়ন ও গবেষণায় অনন্য ভূমিকা পালন করেন। তাঁর মৃত্যুতে দেশের প্রাণিসম্পদ খাত এক বিশিষ্ট গবেষককে হারাল। মহান আল্লাহ্ তাআলার কাছে প্রার্থনা, তিনি যেন ড. আব্দুল জলিলকে জান্নাতুল ফেরদাউস দান করেন এবং তাঁর পরিবারকে এ শোক সহ্য করার শক্তি দেন। আমিন।

প্রাণীসম্পদ থেকে আরও পড়ুন

সর্বশেষ