ঢাকা, ১২ অক্টোবর ২০২৪, শনিবার

বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত



প্রাণীসম্পদ

এগ্রিবার্তা ডেস্ক:

(১ সপ্তাহ আগে) ২৯ সেপ্টেম্বর ২০২৪, রবিবার, ১:২২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১:২৩ অপরাহ্ন

agribarta

“জলাতঙ্ক নির্মূলে প্রয়োজন সকল প্রতিবন্ধকতা নিরসন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (২৮ সেপ্টেম্বর) বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বাংলাদেশ ভেটেরিনারী এসোসিয়েশন (BVA) বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে একটি সচেতনামূলক র্যালি ও আলোচনা সভার আয়োজন করে।

আলোচনার প্রধান অতিথি হিসেবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব জনাব সাঈদ মাহমুদ বেলাল হায়দর উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাদের লক্ষ্য হল ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ থেকে জলাতঙ্ক পুরোপুরি নির্মূল করা। তিনি আরও বলেন, প্রাণিসম্পদ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর ও স্থানীয় সরকার মন্ত্রণালয় যদি সমন্বয় করে কাজ করে, তাহলে এ রোগ দ্রুত নির্মূল হবে। এছাড়া তিনি মানুষের মধ্যে জলাতঙ্ক সম্পর্কে সচেতনতা বাড়ানোরও গুরুত্ব দেন।

আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. কেএইচএম নাজমুল হোসেন নাজির, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি ও হাইজিন বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান। তিনি জানান, বাংলাদেশে মোট কুকুরের সংখ্যা প্রায় ১৭ লক্ষ, এবং প্রতি বছর জলাতঙ্কজনিত কারণে প্রায় দুই হাজার মানুষের মৃত্যু হয়। তিনি জলাতঙ্ক নিয়ন্ত্রণে জাতীয় কর্মকৌশল ও কর্মপরিকল্পনা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণীসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মোহাম্মদ রেয়াজুল হক। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ভেটেরিনারী এসোসিয়েশন এর আহ্বায়ক ড. সফিউল আহাদ সরদার (স্বপন)।

প্রাণীসম্পদ থেকে আরও পড়ুন

সর্বশেষ