এসআরডিআই কর্মকর্তাদের একীভূতকরণ নিয়ে হাইকোর্টের রায় বাস্তবায়নের প্রক্রিয়া, কর্মকর্তাদের ওপর হামলা ও লাঞ্ছনার অভিযোগ
কৃষি মন্ত্রণালয়ের অধীন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট (এসআরডিআই) বর্তমানে ক্যাডার ও নন-ক্যাডার দুইটি নিয়োগবিধির অধীনে পরিচালিত হচ্ছে, যা কর্মকর্তাদের পদোন্নতি, পদায়ন এবং প্রশিক্ষণসহ বিভিন্ন কার্যক্রমে বৈষম্যের সৃষ্টি করেছে। এই বৈষম্য দূরীকরণ ও অফিসের সামগ্রিক কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে ২০ মার্চ, ২০২৪ তারিখে মহামান্য হাইকোর্ট থেকে প্রথম শ্রেণির ৮৯ জন নন-ক্যাডার কর্মকর্তাকে বিশেষ বিধানের মাধ্যমে বিসিএস (কৃষি) ক্যাডারের সাথে একীভূত করার নির্দেশনা দেওয়া হয়।
রায় বাস্তবায়নের লক্ষ্যে গত ২ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে এসআরডিআই এর সেমিনার কক্ষে মহাপরিচালক মোঃ জালাল উদ্দিনের সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মত সিদ্ধান্তের প্রেক্ষিতে ৩ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে কৃষি মন্ত্রণালয়ে একটি পত্র প্রেরণ করা হয়। পরবর্তীতে, কৃষি মন্ত্রণালয়ের আইন শাখা প্রস্তাবটির স্পষ্টিকরণের জন্য একটি পত্র জারি করে।
২৩ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে মহাপরিচালকের দপ্তরে মামলার রায়প্রাপ্ত ৮৯ জন কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল আলোচনায় অংশগ্রহণ করেন। তবে, আলোচনা চলাকালীন সময়ে কতিপয় কর্মকর্তার ইন্ধনে বহিরাগত ও প্রতিষ্ঠানের কিছু কর্মকর্তা-কর্মচারী আলোচনায় অংশ নেওয়া কর্মকর্তাদের প্রতি অশোভন আচরণ ও হুমকি প্রদান করেন এবং লাঞ্ছিত করেন বলে অভিযোগ উঠেছে।
বর্ণিত পরিস্থিতিতে নিম্নলিখিত দাবিগুলো জরুরিভিত্তিতে বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে:
১. মহাপরিচালকের কার্যালয়ে যারা হামলা ও লাঞ্ছনা করেছেন, তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিতে হবে।
২. উপ পরিচালক (প্রশাসন) পদ সৃজনের পূর্বেই অবৈধভাবে জনাব মোঃ শরিফুল ইসলামকে প্রদত্ত রুটিন দায়িত্ব বাতিল করতে হবে।
৩. বহিরাগতদের আগমনের পূর্বেই কারা ও কী উদ্দেশ্যে মহাপরিচালকের কার্যালয়ে কর্মচারীদের জড়ো করেছিল তা সনাক্ত করতে হবে।
৪. সিসি ক্যামেরা বন্ধ করে বহিরাগতদের রুমে প্রবেশের ঘটনায় জড়িতদের সনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
৫. নারী কর্মকর্তাদের ভীত-সন্ত্রস্তকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে।
৬. হাইকোর্টের প্রদত্ত এনক্যাডারমেন্টের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে।
৭. প্রতিষ্ঠানে বহিরাগত সন্ত্রাসীদের অনুপ্রবেশ প্রতিরোধ করতে হবে।
৮. কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
৯. প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে।
এসআরডিআই এর কর্মকর্তাদের নিরাপত্তা ও প্রতিষ্ঠানের শৃঙ্খলা পুনরুদ্ধারের জন্য এই দাবিগুলো দ্রুত কার্যকর করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।