ঢাকা, ১২ অক্টোবর ২০২৪, শনিবার

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ ও পলিথিন বর্জন বিষয়ক কর্মসূচি সম্পন্ন



পরিবেশ

এগ্রিবার্তা ডেস্ক:

(১ সপ্তাহ আগে) ১ অক্টোবর ২০২৪, মঙ্গলবার, ৯:২৮ পূর্বাহ্ন

agribarta

টেকসই পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পলিথিন ও একক ব্যবহারযোগ্য প্লাস্টিক থেকে সরে আসার আহ্বান

টেকসই পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার জন্য পলিথিন এবং একক ব্যবহারযোগ্য প্লাস্টিক (এসইউপি) থেকে সরে আসার এখনই সময়, বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সোমবার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত "সম্প্রীতির ভাবনায় বৈষম্যহীন আবহে টেকসই পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা" শীর্ষক বৃক্ষরোপণ ও পলিথিন বর্জন সম্পর্কিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

একবার ব্যবহার্য প্লাস্টিক বর্জনের আহ্বান:
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক (এসইউপি) পরিত্যাগ করে পৃথিবীকে সবার জন্য নিরাপদ করা জরুরি। নিষিদ্ধ পলিথিন আজই বর্জন করতে হবে। তিনি আরও বলেন, গাছ প্রকৃতির সুরক্ষা কবচ, তাই গাছের সংখ্যা বাড়াতে হবে এবং বিদেশি প্রজাতির গাছ আর প্রমোট করা যাবে না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বের আশা:
তিনি আশা প্রকাশ করেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় এই কর্মসূচির মাধ্যমে নেতৃত্ব প্রদান করবে এবং পরিবেশ সংরক্ষণের পথে উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করবে। তিনি আরও বলেন, এ ধরনের উদ্যোগ আমাদের পরিবেশ সুরক্ষার চেষ্টাকে আরও সুদৃঢ় করবে।

বিশেষ অতিথিদের বক্তব্য:
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-উপাচার্য অধ্যাপক ড. সায়মা হক বিদিশা (প্রশাসন), প্রো-উপাচার্য অধ্যাপক ড. মামুন আহমেদ (শিক্ষা) এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রধান বন সংরক্ষক মো: আমীর হোসাইন চৌধুরীও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিষয়ভিত্তিক আলোচনা:
কর্মসূচিতে বিষয়ভিত্তিক আলোচনা করেন অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন (উদ্ভিদবিজ্ঞান বিভাগ) এবং অধ্যাপক ড. মোঃ আহসান হাবীব (রসায়ন বিভাগ)। বক্তারা পলিথিন ও এসইউপির ক্ষতিকর প্রভাব তুলে ধরেন এবং টেকসই পরিবেশ রক্ষায় এর পরিত্যাগের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোকপাত করেন।

শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ:
কর্মসূচির বিভিন্ন অংশে শিক্ষার্থী ও পরিবেশবিদরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। বিশেষ করে, প্রকৃতি চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিক্ষার্থীরা পরিবেশ রক্ষার ভাবনাকে তাদের শিল্পকর্মের মাধ্যমে ফুটিয়ে তোলেন।

এর আগে, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গাছের চারা রোপণ করেন।