রাজশাহীতে রবি/২০২৪-২৫ মৌসুমের কৃষি কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত
রাজশাহী অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রবি/২০২৪-২৫ মৌসুমের কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে আঞ্চলিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টায় রাজশাহীর অতিরিক্ত পরিচালকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. মাহমুদুল ফারুক।
সভার শুরুতে বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে কৃষি কার্যক্রম কর্মপরিকল্পনা পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করা হয়। অতিরিক্ত পরিচালক চলতি আমন মৌসুমে রোগ ও পোকামাকড় থেকে ফসল রক্ষায় প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন এবং মাটি স্বাস্থ্য ও উর্বরতা বৃদ্ধির জন্য ধৈঞ্চা চাষ ও সুষম সার প্রয়োগ, জৈব বালাইনাশকের ব্যবহার নিয়ে আলোচনা করেন।
সভায় ছাদে সবজি ও ফল চাষ, বাজারে সার মজুদ ও সরবরাহ নিশ্চিতে নিয়মিত মনিটরিং, এবং সরিষা, গম, ভুট্টা, ডাল ও শীতকালীন সবজির উচ্চফলনশীল জাতের চাষাবাদ বাড়ানোসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। কৃষিকথার মাধ্যমে কৃষি তথ্য ও প্রযুক্তি কৃষকদের কাছে পৌঁছানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়।
অনুষ্ঠানে রেজুলেশন পাঠ করেন উপপরিচালক কৃষিবিদ মো. মোতালেব হোসেন। এছাড়াও পুষ্টি নিরাপত্তায় জিংক ও আয়রনসমৃদ্ধ জাতের চাষাবাদ, কৃষি তথ্য সরবরাহ, এবং রবি মৌসুমের কর্মপরিকল্পনার অনুমোদন করা হয়।
সভায় চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, রাজশাহী ও নাটোরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকসহ এসসিএ, বিএডিসি, এসআরডিআই, তুলা উন্নয়ন বোর্ড, বারি, ব্রি, বিনা, বিএমডিএ, আঞ্চলিক গম ও ভুট্টা গবেষণা কেন্দ্রের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।