বজ্রপাত হলে কি করতে হবে | agribarta.com | বজ্রপাত হলে কি করা যাবে না

সমকালীন কৃষি/
এগ্রিবার্তা ডেস্ক

(১০ মাস আগে) ১৩ মে ২০২৩, শনিবার, ৮:২০ পূর্বাহ্ন

https://www.youtube.com/watch?v=EOQWygefQIY&t=6s

বৃষ্টির সময়ে সবচেয়ে ভীতিকর বিষয় হচ্ছে বজ্রপাত। সাধারণত এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত বজ্রপাতের ঘটনা ঘটে। আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী আমাদের দেশে প্রতিবছর বজ্রপাতে প্রায় দেড়শোর মতো মানুষ মারা যান। এর বেশিরভাগ ঘটে হাওর অঞ্চলে। বজ্রপাতে প্রচুর গবাদি পশু মারা যাওয়ার ঘটনাও ঘটে। বজ্রপাত এতটাই আকস্মিক ঘটনা যে এক্ষেত্রে করণীয় কিছু থাকে না। তবে বজ্রপাত থেকে বাঁচার জন্য সতর্ক হতে হবে।

ভিডিওতে জেনে নিন বজ্রপাতের সময় করণীয় ও বর্জনীয় বিষয়গুলো।