ঢাকা, ১৮ জুলাই ২০২৫, শুক্রবার

বরিশালে বিনা উদ্ভাবিত ফসলের জাত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত



কৃষি

এগ্রিবার্তা ডেস্ক:

(৯ মাস আগে) ১০ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার, ১১:২০ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১১:৫৮ অপরাহ্ন

agribarta

বরিশালে বিনার উদ্ভাবিত ফসলের জনপ্রিয় জাত ও প্রযুক্তি নিয়ে কর্মকর্তা প্রশিক্ষণ অনুষ্ঠিত

বরিশাল, বুধবার: বরিশালের বাবুগঞ্জে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) উদ্যোগে বিনা উদ্ভাবিত ফসলের জনপ্রিয় জাত ও প্রযুক্তি বিষয়ক এক কর্মকর্তা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিনার মহাপরিচালক ড. মো. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন বিনার পরিচালক (গবেষণা) ড. মো. ইকরাম-উল-হক এবং বরিশাল অঞ্চলের ডিএই অতিরিক্ত পরিচালক মো. রফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিনার ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. ছয়েমা খাতুন, এবং সঞ্চালনা করেন বৈজ্ঞানিক কর্মকর্তা নাজমুন নাহার।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিনার উদ্ভাবিত বেশ কিছু ফসলের জাত দক্ষিণাঞ্চলের জন্য অত্যন্ত উপযোগী, যা মাঠ পর্যায়ে প্রয়োগ করলে কৃষকরা উল্লেখযোগ্যভাবে লাভবান হবেন। এই জাতগুলো সম্প্রসারণের গুরুত্বও তিনি তুলে ধরেন। অনুষ্ঠানে ৫০ জন অতিরিক্ত কৃষি কর্মকর্তা ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তাসহ অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।