ঢাকা, ১৭ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার

জেলা প্রশাসক নিয়োগে দুর্নীতির অভিযোগ তদন্তে উপদেষ্টা পরিষদের কমিটি গঠন



জাতীয়

এগ্রিবার্তা ডেস্ক:

(৪ মাস আগে) ১০ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার, ১১:২৬ পূর্বাহ্ন

agribarta

জেলা প্রশাসক নিয়োগে দুর্নীতির অভিযোগ তদন্তে তিন সদস্যবিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদ কমিটি গঠন করেছে সরকার। বুধবার মন্ত্রিপরিষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়ার পর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টাকে আহ্বায়ক করে গঠিত এ কমিটির অন্য দুই সদস্য হলেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা।

সম্প্রতি জেলা প্রশাসক নিয়োগ সংক্রান্ত দুর্নীতির অভিযোগ বিভিন্ন দৈনিক পত্রিকা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হওয়ার প্রেক্ষিতে এই তদন্ত কমিটি গঠিত হয়েছে। কমিটি ১০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করবে।