উত্তর-পূর্বাঞ্চলের নদ-নদীর পানি বাড়ছে

উদ্যোক্তা /
এগ্রিবার্তা ডেস্ক

(১০ মাস আগে) ২২ মে ২০২৩, সোমবার, ৭:৩২ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৬:২৯ পূর্বাহ্ন

agribarta

দেশের উত্তর-পূর্বাঞ্চলের প্রধান নদ-নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। অপরদিকে ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা-পদ্মা নদ-নদীসমূহের পানি কমছে বলে জানিয়েছে সংস্থাটি।

শুক্রবার (১৯ মে) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভূঁইয়া এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা-পদ্মা নদ-নদীসমূহের পানি সমতল হ্রাস পাচ্ছে, যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

তিনি আরও জানান, দেশের উত্তর-পূর্বাঞ্চলের প্রধান নদ-নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে, যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

এদিকে আবহাওয়া সংস্থাসমূহের বরাত দিয়ে ওই প্রকৌশলী আরও জানান, আগামী ৪৮ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন উজানের স্থানসমূহে মাঝারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ফলে এ সময়ে এই অঞ্চলের সোমেশ্বরী, যদুকাটা, ভুগাই-কংশ ও সারিগোয়াইন নদীসমূহের পানি সমতল সময়বিশেষে দ্রুত বৃদ্ধি পেতে পারে।