ঢাকা, ৫ নভেম্বর ২০২৪, মঙ্গলবার

শ্রীমঙ্গলে সাবেক কৃষিমন্ত্রীর বিরুদ্ধে নতুন মামলা



জাতীয়

এগ্রিবার্তা ডেস্ক

(১ সপ্তাহ আগে) ২৫ অক্টোবর ২০২৪, শুক্রবার, ১০:০১ পূর্বাহ্ন

agribarta

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সাবেক কৃষিমন্ত্রী ও সাতবারের সংসদ সদস্য ড. মো. আব্দুস শহীদকে প্রধান আসামি করে নতুন মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জয়নাল চৌধুরী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২ নম্বর আমলি আদালতে মামলা করেন। এর ফলে তার বিরুদ্ধে মামলা সংখ্যা তিনটি হয়ে দাঁড়ালো।

এর আগে, শ্রীমঙ্গল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল জব্বার এবং কমলগঞ্জ গণ মহাবিদ্যালয়ের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শাহদাত হোসেন পৃথকভাবে দুটি মামলা দায়ের করেছিলেন।

মামলার এজহারে উল্লেখ করা হয়েছে যে, আসামিরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরোধিতা করেছেন। সাবেক অগণতান্ত্রিক সরকারের স্থানীয় প্রভাবশালী ও ভাড়াটে সন্ত্রাসী হিসেবে আসামিরা বিভিন্ন সময় সাধারণ মানুষের ক্ষতি করে আসছিলেন। মামলায় অভিযোগ করা হয়েছে যে, তারা সাবেক কৃষিমন্ত্রী ও তার ভাইসহ শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ মো. মুজিবুর রহমান চৌধুরীর নির্বাচনী সভায় ভাঙচুর করে তিন লাখ টাকার ক্ষতি করেছেন এবং বাদীর ব্যবসাপ্রতিষ্ঠানও ভাঙচুর করেছেন।

মামলার আসামিদের মধ্যে রয়েছেন সাবেক কৃষিমন্ত্রীর ভাই মো. ইফতেখার হোসেন বুলবুল, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জগৎ জ্যোতি ধর শুভ্র, আওয়ামী লীগ নেতা সুধাংশু দেব, শ্রীমঙ্গল ভূমি অফিসের সাবেক কানুগো শ্রীপদ দেব, এনাম হোসেন চৌধুরী মামুন এবং আরও অনেকেই।

আদালতের বিচারক মিছবাহুর রহমান মামলাটি আমলে নিয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।