ঢাকা, ১৭ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার

মিরপুরে চারটি বিপন্ন হনুমান উদ্ধার হয়েছে



প্রাণীসম্পদ

এগ্রিবার্তা ডেস্ক

(৩ মাস আগে) ২৭ অক্টোবর ২০২৪, রবিবার, ৯:০৪ পূর্বাহ্ন

agribarta

ঢাকার মিরপুরে শুক্রবার (২৫ অক্টোবর) রাতে বন বিভাগের ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল ইউনিট (ডব্লিউসিসিআই) চারটি বিপন্ন মুখপোড়া হনুমান উদ্ধার করেছে। এই প্রাণীগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে একটি গাড়িতে করে চুয়াডাঙ্গায় নেওয়া হচ্ছিল।

অভিযানে ডব্লিউসিসিআই-এর সঙ্গে শাহ আলী থানা পুলিশও অংশ নেয় এবং একজন বন্যপ্রাণী পাচারকারীকে গ্রেফতার করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সের কাছে এই অভিযান পরিচালনা করা হয়।

ডব্লিউসিসিআই-এর ইন্সপেক্টর আবদুল্লাহ আস সাদিক উদ্ধার কার্যক্রমের বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত হনুমানগুলো শোচনীয় অবস্থায় ছিল। প্রাণীগুলোকে দুটি প্লাস্টিকের বস্তা ও একটি লোহার খাঁচায় ভরে গাড়ির পেছনে রাখা হয়েছিল। তিনি বলেন, “উদ্ধারকৃত চারটি হনুমানের মধ্যে একটি শিশু হনুমান মৃত অবস্থায় পাওয়া গেছে।”

ইন্সপেক্টর সাদিক আরও জানান, গ্রেপ্তারকৃত গাড়ি চালক নাজরুল (৩৫) প্রাণীগুলোর বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হন এবং দাবি করেন যে, প্রাণীগুলো তিনি হাদিস রহমান ওরফে নীরব (৩২) নামে এক ব্যক্তির কাছ থেকে সংগ্রহ করেছেন। নাজরুল স্বীকার করেছেন যে, তিনি প্রাণীগুলো চুয়াডাঙ্গায় একজন অজ্ঞাত ব্যক্তির কাছে নিয়ে যাচ্ছিলেন। তিনি জানান, বান্দরবানের আলীকদম থেকে পাচারকারীরা প্রায়ই বন্যপ্রাণী সংগ্রহ করে ভারত পাচার করে।

বর্তমানে নাজরুল শাহ আলী থানায় হেফাজতে রয়েছেন এবং তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ হাদিস রহমানকে ধরতে তৎপর রয়েছে, যিনি পূর্বে বন্যপ্রাণী পাচারের একাধিক মামলার আসামি।

বাংলাদেশের বন্যপ্রাণী (সংরক্ষণ ও সুরক্ষা) আইন ২০১২ অনুযায়ী, মুখপোড়া হনুমান একটি সংরক্ষিত প্রজাতি। বন বিভাগ বন্যপ্রাণী পাচার প্রতিরোধে প্রচেষ্টা জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছে এবং জনগণকে সন্দেহজনক কার্যক্রম সম্পর্কে জানাতে উৎসাহিত করেছে।